ইউরোপা লিগ
Published : 21 May 2025, 07:32 PM
ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে শিরোপা নির্ধারণী ম্যাচে কখনও এতটা ছন্দহীন দুটি দল মুখোমুখি হয়নি। সেটাই এবার হতে যাচ্ছে ইউরোপা লিগের ফাইনালে, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি লড়াইয়ে।
বিলবাওয়ের এই লড়াই দিয়ে ঘরোয়া লিগে সবচেয়ে খারাপ অবস্থায় থেকে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিততে যাচ্ছে একটি দল। আর নিশ্চিতভাবেই লিগ টেবিলের সবচেয়ে বাজে অবস্থায় থাকা কোনো দল প্রথমবার জায়গা করে নেবে চ্যাম্পিয়ন্স লিগে।
এবারের প্রিমিয়ার লিগে ১৬ নম্বরে আছে ইউনাইটেড, তাদের পরেই অবস্থান টটেনহ্যামের। এই দুই দল মিলিয়ে লিগে হেরেছে ৩৯টি ম্যাচ। গত ২ ফেব্রুয়ারি থেকে তারা কেবল জিতেছে হয় নিজেদের মধ্যে লড়াইয়ে, নয়তো অবনমন হওয়া কোনো দলের বিপক্ষে।
ইউনাইটেডের পয়েন্ট ৩৯, টটেনহ্যামের ৩৮। অতীতের কয়েকটি মৌসুম বিবেচনায় নিলে, এই পয়েন্ট নিয়ে পরের ধাপে নেমে যেতে হতো তাদের।
এরপরও দল দুটির কোনো একটি ভাসবে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় শিরোপা জয়ের উচ্ছ্বাসে। ইউরোপ সেরার মঞ্চে ফেরার আনন্দে।