Published : 31 May 2025, 12:33 PM
ছেলেবেলা থেকেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার স্বপ্ন দেখে আসছেন উসমান দেম্বেলে। সেই স্বপ্ন পূরণের দুয়ারে এখন তিনি। কিন্তু স্বপ্নের মঞ্চ থেকে হতাশ হয়ে বিদায় নিতে চান না পিএসজির ফরোয়ার্ড। মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্সে দারুণ এক ব্যক্তিগত অর্জনও তার ধরা দিতে পারে। তবে আপাতত তিনি মগ্ন ক্লাবের হয়ে ট্রফি জয়ের ভাবনায়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। ফরাসি ক্লাবটির নিজ দেশের লিগ জয় ও ইউরোপ সেরার কাছাকাছি আসার পথে বড় ভূমিকা দেম্বেলের।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অবিশ্বাস্য ধারাবাহিকতায় ১৮ ম্যাচে করেছিলেন ২৪ গোল।
দুর্দান্ত এই পারফরম্যান্সে এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়ে তাকে শীর্ষ কাতারেই রাখা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে নিশ্চিতভাবেই সেই সম্ভাবনা বেড়ে যাবে আরও।
কিন্তু ফাইনালের আগে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, তিনি কেবল দলের অর্জন নিয়েই ভাবছেন।
“কেউ পিএসজির ফুটবলার হন, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা ঘরে নিয়ে যাওয়া। আমার সবটুকু মনোযোগ দলের প্রতি, ব্যক্তিগত ট্রফিতে নয়। সত্যি বলতে, এটা (ব্যালন দ’র) অবশ্য মনের কোণে আছে। তবে আমার মনোযোগ পুরোপুরি দলের দিকে।”
“গত জানুয়ারি থেকে আমাদের মানসিকতা পুরোপুরি বদলে গেছ এবং সেটা আমরা ধরে রাখতে চাই। ফাইনাল নিয়ে সবাই খুবই রোমাঞ্চিত।”
মৌসুমের সবচেয়ে বড় ম্যাচটির জন্য মুখিয়ে আছেন তিনি ও তার সতীর্থরা।
“ফাইনালের জন্য দারুণভাবে প্রস্তুত আমি। ছেলেবেলা থেকেই এই ম্যাচটি খেলা আমার স্বপ্ন।”
“তবে মনোযোগ ঠিক রাখতে হবে আমাদের, ম্যাচ নিয়ে দলীয়ভাবে এবং ব্যক্তিগত দিক থেকেও। আশা করি দারুণ পারফরম্যান্স দেখাতে পারব আমরা।”
ফাইনালের প্রতিপক্ষ ইন্টার মিলানের প্রতি অবশ্য সমীহের কমতি নেই দেম্বেলের।
“ইন্টার দুর্দান্ত এক দল এবং ফাইনালে জায়গা তাদের প্রাপ্য। ওরা শারীরিকভাবে অনেক শক্তপোক্ত, রক্ষণ কাজটা ভালোভাবে জানে, ওপরেও কার্যকর হতে পারে। আমাদের প্রতিপক্ষ তাই দারুণ শক্তিশালী।”
অথচ এই মৌসুমের শুরুতে কোচের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন। শৃঙ্খলাভঙ্গের কারণে দলে জায়গাও হারিয়েছিলেন। কোচ লুইস এনরিকে তখন বলেছিলেন, কোনো ফুটবলার দলের প্রয়োজন মেটাতে না পারলে তাকে ১০০ বার বাদ দিতেও দ্বিধা করবেন না তিনি।
পারফরম্যান্স দিয়েই সে ক্ষতে প্রলেপ দিয়েছেন দেম্বেলে। কোচও এখনও তার প্রশংসায় পঞ্চমুখ।
“উসমান এই মৌসুমের সেরা ফুটবলারদের একজন, যদি সবার চেয়ে সেরা নাও হয়। সে গোল করে, দারুণ সব পাস দেয়, লড়াই করে, রক্ষণ সামলায় এবং সত্যিকারের হার না মানা মানসিকতা আছে, ঠিক একজন নেতার মতো।”
“সত্যিকারে নেতা উদাহরণ তৈরি করে নেতৃত্ব দেয় এবং সামনে থেকে পথ দেখায়। উসমানের সঙ্গে কাজ করা, তাকে শোনা, আত্মবিশ্বাস জোগানো, মানের উন্নতিতে সহায়তা করা, সবকিছুই দারুণ উপভোগ করি আমি।”
আরও পড়ুন :
দেম্বেলে-মার্কিনিয়োসদের যে চ্যালেঞ্জ দিলেন পিএসজি কোচ
স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস
পিএসজির বিপক্ষে ফাইনালে ভুগতে হবে, জানেন ইন্টার মিলান কোচ
‘সত্যিকারের ফাইনালের’ আগে দারুণ আত্মবিশ্বাসী মার্তিনেস