ইউরোপা লিগ
Published : 22 May 2025, 03:05 PM
টটেনহ্যাম হটস্পারের জার্সিতে স্বপ্নের ট্রফি জিতে, দলকে চার দশক পর ইউরোপীয় কোনো প্রতিযোগিতার শিরোপার স্বাদ দিয়ে নিজেকে ‘কিংবদন্তি’ ভাবছেন সন হিউং-মিন। তবে এমন সুখের মুহূর্তেও তার সঙ্গে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ইউরোপা লিগ জয়ের পর বিজয়ী পদক পাননি টটেনহ্যাম স্ট্রাইকার!
ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বুধবার রাতে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৭ বছর পর কোনো শিরোপার স্বাদ পায় টটেনহ্যাম।
সেই সঙ্গে ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল উত্তর লন্ডনের ক্লাবটি। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল এনজ পোস্টেকোগ্লুর দল।
এতদিন ধরে একটি ট্রফির স্বপ্ন দেখে আসা সন অবশেষে সেটাকে সত্যি করতে পেরে আবেগের স্রোতে ভাসছেন। ম্যাচের পর নিজেই নিজেকে প্রশংসায় ভাসালেন তিনি।
“বলতে পারেন, আমি একজন কিংবদন্তি। কেন নয়? তবে স্রেফ আজকে!”
অবশ্য এমন বিশেষ ক্ষণেও ওই অপ্রাপ্তি রয়ে যায় তার। সারিবদ্ধভাবে টটেনহ্যামের কোচ-খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার চেফেরিন। কিন্তু সনকে পরাতে গিয়ে তিনি দেখেন পদক শেষ! সন ছাড়াও চ্যাম্পিয়নদের আরও কয়েকজন খেলোয়াড় তা পাননি।
পরে উয়েফা জানিয়েছে, পুরস্কার বিরতণী অনুষ্ঠানে পদক গ্রহণের জন্য টটেনহ্যাম তাদের অনেকজনকে পাঠানোতেই এই বিপত্তি বাঁধে।
ইউরোপের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি আরও জানিয়েছে যে, উভয় দলকে আগে থেকে বলা হয়েছিল যে মঞ্চে কেবল ৩০ জনকে পদক পরিয়ে দেওয়া হবে। তবে বাকি খেলোয়াড় ও স্টাফদের দেওয়ার জন্য আরও ২০টি পদক টটেনহ্যামকে পরে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে উয়েফা।