স্প্যানিশ ফুটবল
Published : 16 May 2025, 05:46 PM
রাতে লা লিগা শিরোপা উদযাপনের পর সকালে কোচ হান্সি ফ্লিককে নিয়ে সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ক্লাব প্রধান নিশ্চিত করে দিলেন, এক বছর চুক্তির মেয়াদ বাড়ছে জার্মান কোচের।
এস্পানিওলের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতে দুই ম্যাচ বাকি থাকতে লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।
আগের কোচ শাভি এর্নান্দেস বরখাস্ত হওয়ার পর এই মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে বার্সেলোনার দায়িত্ব নেন ফ্লিক।
তার হাত ধরে বদলে গেছে কাতালান দলটি। মৌসুম জুড়ে দাপুটে ফুটবল খেলা বার্সেলোনা জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর গত মাসে ঘরে তোলে কোপা দেল রের শিরোপা। দুটি ফাইনালেই তারা হারায় রেয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মৌসুমে চারবার হারানোর কীর্তিও গড়ে তারা।
দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেও, এবার তারা লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল এক মৌসুমে পর।
ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। সেটা ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর কথা শুক্রবার স্প্যানিশ রেডিও আরএসি১-কে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করে দেন লাপোর্তা।
“হান্সি যে কাজ করছেন, তাতে আমরা খুবই খুশি। তিনি পরিস্থিতি পাল্টে দিতে ও দলের সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব ফেরাতে সক্ষম হয়েছেন। আমরা এরই মধ্যে এটা (চুক্তি নবায়ন) নিয়ে কথা বলেছি, দেকো (ক্লাবের ক্রীড়া পরিচালক) বিষয়টি চূড়ান্ত করবে। আমরা শিগগিরই তার নবায়নের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।”
“তিনি মৌসুমে সব সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ একজন। তিনি ক্লাবে খুশি, সন্তুষ্ট, ভালো সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন... তিনি ক্লাবের পরিকল্পনা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং আমাদের বলেছেন যে, এখানে তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি কাটাচ্ছেন তিনি।”