আর্চারি
Published : 09 Oct 2024, 08:28 PM
২০১৯ এসএ গেমসে দলগত রিকার্ভে সোনা জয়ী আর্চার হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ‘উন্নত জীবনের’ হাতছানিতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আরেক আর্চার অসীম কুমার নিশ্চিত করেছেন খবরটি।
কদিন আগে দাদি মারা যাওয়ার কথা বলে ছুটি নিয়েছিলেন রুবেল। এরপর ফেডারেশন কর্মকর্তাদের জানান, তার পিতার অসুস্থতার কথা। কিন্তু পরে আর ক্যাম্পে ফেরেননি তিনি। ফেডারেশন থেকে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় রুবেলের। এরই মধ্যে গুঞ্জন ওঠে তার দেশ ছেড়ে যাওয়ার খবর।
এ বিষয়ে শুরুতে ‘নিশ্চিত’ করে কিছু বলতে না পারলেও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে ইঙ্গিতে বুঝিয়ে দেন অনেকটা।
“সে প্রথমে বলেছে তার দাদি মারা গেছে, গত সপ্তাহে এ জন্য ছুটিতে গিয়েছে। আজকে নাকি বলেছে, তার বাবার অপারেশন। আমরা যেহেতু তার কাছ থেকে কিছু শুনিনি, তাই এটাকে আমরা সঠিক মনে করছি না। সে তো ওই ধরনের ছেলে না, আমার কথা হলো, তার না বলে যাওয়ার কথা না।”
“সে যেহেতু তার বাবার অপারেশনের কথা জানিয়েছে, দাদি মারা গেছে, সেটাও আমাকে জানিয়েছে, তখন আমি বিদেশে ছিলাম, আমরা সান্ত্বনা জানালাম। সে যেহেতু আমাদের জানায়নি (আমেরিকা চলে গেছে), সেহেতু আমরা কিভাবে বলব, চলে গেছে। তবে যদি তারা চলে যায়, আমরা তো আটকাতে পারব না। আমাদের লোকজন ফোন করেছিল, ওর ফোন বন্ধ পাওয়া গেছে। এ নিয়ে আমাদের কিছু বলার নাই। হয়ত প্রয়োজন মনে করে নাই আমাদের কিছু বলার।”
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আর্চার অসীম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, রুবেলের দেশ ছাড়ার তথ্য। এর আগেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসীমের সাথে রুবেলের ছবি ছড়িয়ে পড়ে।
“আসলে ও তো আসছে সবেমাত্র, কী প্রসেসিং করবে, কী না করবে, তা এখনও জানি না। এসেছে, হয়ত দেখবে, যদি সম্ভব হয়, তাহলে করবে (থেকে যাবে), পরেরটা পরে সিদ্ধান্ত নিবে। এটা আসলে কনফার্ম না। এটা নিয়ে আসলে এখনই কিছু ও বলতে পারছে না। যেহেতু ও আসছে, থাকার জন্যই আসছে, দেখুক কী করে, কী করতে পারে।”
“এখানে লুকানোর কিছু নাই। লুকানোরই বা কী আছে? একমাস আগে ও আসার সিদ্ধান্ত নিয়েছে। হুট করে চলেও এসেছে। ৫-৬ দিন আগে আমাকে বলেছে, ভাই আসতেছি, চলেও এসেছে। এখানে কি করার আর?”
এশিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপে ২০২১ সালে দলগত ইভেন্টে ১টি রুপা ও ১টি বোঞ্জ পদক জিতেছেন রুবেল। পদক জিতেছেন এশিয়ান গ্রাঁ প্রিতে। জাতীয় পর্যায়েও সাফল্য পেয়েছেন এই আর্চার।
২০২১ সালে ঢাকায় হওয়া এশিয়ান আর্চারির রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ী রুবেল দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টে পান রুপা। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ লেগ-৩ তে রুপা ও ২০২৩ সালে চাইনিজ তাইপেতে এশিয়া কাপ লেগ-১-এ ব্রোঞ্জ জেতেন রুবেল।
ঘরোয়া পর্যায়েও উজ্জ্বল ছিলেন তিনি। ২০২৩ সালে দলগত বিভাগে একটি সোনা, ২০২২ সালে ব্যক্তিগত ইভেন্টে একটি রুপা জয়ী রুবেল ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে দলগত ইভেন্টে রুপা জেতেন একটি করে।
এ বিষয়ে জানার জন্য রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।