Published : 09 May 2025, 02:55 PM
প্রিমিয়ার লিগে দলের ভীষণ বাজে পারফরফরম্যান্সে মৌসুমজুড়ে তীব্র সমালোচনা সইতে হয়েছে টটেনহ্যাম হটস্পারের কোচ ও খেলোয়াড়দের। ইউরোপীয় প্রতিযোগিতায় অবশ্য পুরোই ভিন্ন রূপ তাদের। দাপটের সঙ্গে ইউরোপা লিগের ফাইনালে উঠে সমালোচকদের দিকে এবার পাল্টা তীর ছুড়লেন দলটির কোচ আঞ্জে পোস্তেকগলু।
“ফাইনালে ওঠা যদি এতই সহজ হয়, তাহলে তারা (প্রিমিয়ার লিগে যারা সেরা তিনে থাকে) কেন এটা করতে পারে না।”
সেমি-ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে বোডো গ্লিমটের মাঠে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এই হুঙ্কার দেন পোস্তেকগলু। নরওয়েক ক্লাবটির মাঠে ৬৩তম মিনিটে দমিনিক সোলাঙ্কি টটেনহ্যামকে এগিয়ে নেওয়ার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।
প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।
আগামী ২১ মে বিলবাওয়ে ‘অল ইংলিশ’ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম।
এবারের প্রিমিয়ার লিগে একের পর এক হার ও ড্রয়ে টেবিলের ১৬ নম্বরে নেমে গেছে টটেনহ্যাম। খুব কঠিন এই সময়ের মাঝেই অবশ্য ইউরোপা লিগে নজরকাড়া পারফরম্যান্সে ২০০৮ সালের পর প্রথম শিরোপার সুবাস পাচ্ছে তারা।
এটা সত্যি যে, চলতি মৌসুমে চোটে খুব ভুগতে হয়েছে দলটিকে। অভিজ্ঞ অনেক খেলোয়াড় চোটে বাইরে আছেন। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন জেমস ম্যাডিসন ও লুকাস বার্গভাল, তারকা খেলোয়াড় খেলোয়াড় সন হিউং-মিনকেও পাচ্ছে না তারা।
এত সমস্যার ভিড়েও ফাইনালে উঠতে পেরে আনন্দের শেষ নেই কোচ-খেলোয়াড়দের। পোস্তেকগলুর সেটা হয়তো আরও বেশি, আর তা অনেক সমালোচনা সহ্য করতে হওয়ার কারণেই। তাইতো সুযোগ পেয়ে পাল্টা জবাব দিতে ছাড়লেন না তিনি।
“এতে (টটেনহ্যাম ফাইনালে ওঠায়) অনেকের হয়তো মন খারাপ হবে, তাই নয় কি? বিতর্ক বৃদ্ধি পাবে। সবশেষটা হলো, আমরা জিতলেও আমাদের মধ্যে কেউ ট্রফি পাওয়ার যোগ্য হবে না। তাই তারা কেবল দলের একটা ছবি তুলবে, কারণ আমরা (ট্রফি পাওয়ার) যোগ্য না।”
“আমি বলতে চাই, লিগে আমরা যে ভুগছি, তাতে কার কী আসে-যায়? সম্পূর্ণ ভিন্ন দুটি ব্যাপার। লিগের ফর্মের সঙ্গে এর তো কোনো সম্পর্ক নেই। কোন দল ভুগছে আর কারা না, আমার কাছে এর কোনো গুরুত্ব নেই। আমার মতে, আমরা ও ম্যানচেস্টার ইউনাইটেড (ফাইনাল খেলার) যোগ্যতা অর্জন করেছি।”
টটেনহ্যামের মতো ম্যানচেস্টার ইউনাইটেডেরও প্রিমিয়ার লিগে সময়টা খুব বাজে কাটছে।
লিগে এখন পর্যন্ত ৩৫ রাউন্ডে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে হুবের আমুরির ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ১৬ নম্বরে টটেনহ্যাম।