ইউরোপা লিগ
Published : 21 May 2025, 10:42 PM
ইউরোপা লিগের ফাইনালের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্পেনের বিলবাওয়ের সান মামেসে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় শুরু হবে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিলবাওয়ের কেন্দ্রস্থলে ও আশপাশের কিছু শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আয়োজক শহরে থাকার বাড়তি খরচ এড়াতে ওই শহরগুলোতে অবস্থান করেন তারা।
ফাইনালের আগে প্রায় ৮০ হাজার ইংলিশ সমর্থক স্পেনে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বেশিরভাগ সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, সমর্থকরা বিলবাওয়ের রাস্তায় সংঘর্ষে লিপ্ত, কেউ কেউ একে অপরের দিকে টেবিল, আবর্জনার পাত্র, বোতল ও অন্যান্য জিনিস ছুড়ে মারছে।
বিলবাওয়ের কেন্দ্রস্থলে দুটি প্রধান রাস্তায় হাজার হাজার টটেনহ্যাম সমর্থক জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত তারা বিয়ার পান করে ও গান গাইতে থাকে।
অনেকের গায়েই ছিল না শার্ট। অনেকে ল্যাম্পপোস্টে উঠে পড়ে, ট্র্যাফিক লাইট ভেঙে ফেলে এবং অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। তাদের আচরণে হতবাক স্থানীয় বাসিন্দারা।
ইসারা লাকা নামে ৬৫ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দা বলেন, “কাউকে এতটা মাতাল হতে ও এত খারাপ আচরণ করতে কখনও দেখিনি আমি। ইংলিশরা উগ্র, তারা স্পেনে এসে কেবল মদ্যপান ও ঝামেলা তৈরি করতে চায়।”
এসব সমর্থকদের অনেকের কাছে নেই ফাইনালের টিকেট। এই সপ্তাহে উয়েফা সমর্থকদের অননুমোদিত টিকেট কেনার বিষয়ে সতর্ক করেছে। অননুমোদিত টিকেট নিয়ে স্টেডিয়ামে প্রবেশের সম্ভাবনা কম।
৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দুই ক্লাবকে ১৫ হাজার করে টিকেট বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে কিছু টিকেটের দাম মাত্র ৪০ ইউরো।
তবে, অফিসিয়াল মাধ্যম ব্যতীত কিছু ওয়েবসাইটে টিকেটের দাম হাজার হাজার ইউরো দাবি করা হয়েছে।