চ্যাম্পিয়ন্স লিগ
Published : 16 Apr 2025, 04:41 PM
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হেরে কিছুটা চাপে আছে বায়ার্ন মিউনিখ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসের কমতি নেই তাদের। সান সিরোয় বিশেষ রাতের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন জার্মান জায়ান্টদের কোচ ভিনসেন্ট কোম্পানি।
গত সপ্তাহে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে প্রথম লেগ হেরে যায় বায়ার্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগ খেলবে তারা।
ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলেছিল বায়ার্ন। আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। কিন্তু কাজের কাজটুকু করে ইন্টার। লাউতারো মার্তিনেসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের ৮৫তম মিনিটে অভিজ্ঞ টমাস মুলারের গোলে সমতার স্বস্তি ফেরায় বায়ার্ন। কিন্তু সেই স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে গোল করে ইন্টারকে জয়ের আনন্দে ভাসান বদলি নামা মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসি।
ফিরতি লেগের লড়াইয়ে নামার আগের দিন বিশেষ রাতের অপেক্ষায় থাকার কথা বলেছেন বায়ার্ন কোচ কোম্পানি।
“মাঝেমধ্যে বিশেষ রাত আসে, যে রাতগুলো লড়াইয়ের ভাগ্য গড়ে দেয়। সবশেষ ম্যাচে আমরা সুযোগ পেয়েছিলাম। আশা করি, আগামীকাল (বুধবার) আবারও আমরা সুযোগ পাব, হয়তো ততটা নয়।”
ইন্টারের বিপক্ষে হারের পর লিগে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচেও জিততে পারেনি বায়ার্ন; ২-২ ড্র করে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে কিছুটা ভুগছে বুন্ডেসলিগায় শীর্ষে থাকা দলটি।
অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা, ডিফেন্ডার আলফুঁস ডেভিস, দায়ত উপামেকানো ও হিরোকি ইতো এবং গোলরক্ষক মানুয়েল নয়ার আছেন মাঠের বাইরে। দলে থাকা ফুটবলারদের ওপর অবশ্য আস্থার কমতি নেই কোম্পানির।
“আমরা মূল খেলোয়াড়দের অভাব বোধ করছি এবং এই বিপর্যয় সত্ত্বেও আমরা শতভাগ নিশ্চিত যে, (গোলরক্ষক) ইয়োনাস উরবিগ এবং অন্যান্য খেলোয়াড়দের নিয়ে এটি (ম্যাচ জিততে) করতে পারি। তারা দেখিয়েছে, তারা লড়াই করতে পারে এবং আমার মতে, এমন পারফরম্যান্স উপহার দিতে পারে, যা আমাদের ফলাফল এনে দিতে পারে।”
“দিন শেষে আমাদের জিততেই হবে। সবসময় ম্যাচ জিততে হবে। প্রথম লেগের ফল যাই হোক না কেন। আশা করছি, আগামীকাল একটি বিশেষ রাতের অভিজ্ঞতা হবে আমাদের।”
সেমি-ফাইনালে উঠলে সেখানে বার্সেলোনার মুখোমুখি হবে বায়ার্ন।