ইংলিশ ফুটবল
Published : 03 Jul 2025, 06:11 PM
ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। সাবেক-বর্তমান ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব-ফেডারেশন শোক জানিয়েছে তার মৃত্যুতে।
স্পেনের থামোরা প্রদেশে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনায় ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা গেছেন তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
স্প্যানিশ পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জটার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।
গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে অবদান রাখেন জটা। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যানফিল্ডের দলটি।
“দিয়োগো জটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ। ক্লাবকে জানানো হয়েছে যে, ২৮ বছর বয়সী এই খেলোয়াড় তার ভাই আন্দ্রেসহ স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।”
“লিভারপুল এফসি এই মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না এবং দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখব আমরা।”
অ্যানফিল্ডের বাইরে ফুল দিয়ে জটার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লিভারপুলের সমর্থকরা।
জটাকে কোচিং করানো লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ ইনস্টাগ্রামে লিখেছেন, “দিয়োগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুতে আমি মর্মাহত। দিয়োগো শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই ছিল না, অসাধারণ বন্ধু, যত্নশীল স্বামী ও বাবাও ছিল! তোমাকে অনেক মিস করব আমরা!”
২০১৭ সাল থেকে ইংলিশ ফুটবলে খেলছিলেন জটা। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে তিনি গোল করেন ৬৫টি।
প্রিমিয়ার লিগের সামাজিক মাধ্যমের পাতায় শোক প্রকাশ করা হয়েছে জটা ভাইদের মৃত্যুতে।
“দিয়োগো ও তার ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যুতে প্রিমিয়ার লিগের সবাই হতবাক ও স্তব্ধ। এই হৃদয়বিদারক সময়ে দিয়োগোর পরিবার, বন্ধুবান্ধব, লিভারপুল ও তাদের সকল সমর্থকের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”
“ফুটবল এমন একজন চ্যাম্পিয়নকে হারিয়েছে, যার অভাব বোধ করতে হবে চিরকাল। ক্লাবটিতে আমাদের বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমর্থন অব্যাহত রাখব আমরা।”
গত মাসে ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ জয়ী দলের অংশ ছিলেন জটা। তার এমন মৃত্যু মানতে পারছেন না পর্তুগাল অধিনায়ক ও ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
“মানতে পারছি না, কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি সবেমাত্র বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।”
“শান্তিতে থাকো, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।”
গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করেন জটা। এই দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলের বয়স চার ও দুই বছর, মেয়ের বয়স সাত মাস।
লিভারপুলে গত তিন মৌসুম জটার সঙ্গে খেলা উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনেস ইনস্টাগ্রামে লিখেছেন, “এত কষ্টে সান্ত্বনার কোনো ভাষা নেই।”
“মাঠের ভেতরে ও বাইরে একজন ভালো সতীর্থ হিসেবে তোমার হাসি দিয়ে তোমাকে সবসময় মনে রাখব আমি।”
বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ও বিশ্লেষক গ্যারি নেভিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন জটা ভাইদের মৃত্যুতে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা জানিয়েছে, উইমেন’স ইউরোয় বৃহস্পতিবার পর্তুগাল ও স্পেনের ম্যাচে দুই ভাইয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।