স্প্যানিশ ফুটবল
Published : 22 May 2025, 08:13 PM
রেয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। ক্রোয়াট তারকা এবার নিজে জানিয়ে দিলেন সিদ্ধান্ত। চলতি মৌসুমের পর আর ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাদের অনেক সাফল্যের কারিগরকে।
৩৯ বছর বয়সী মিডফিল্ডার বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, আসছে ক্লাব বিশ্বকাপে খেলে রেয়ালের হয়ে ১৩ বছরের পথচলার ইতি টানবেন তিনি।
গত কয়েক মৌসুম ধরেই এক বছর করে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রেয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছিল, অভিজ্ঞ এই খেলোয়াড়কে আগামী মৌসুমেও রাখতে চান রেয়ালের সম্ভাব্য নতুন কোচ শাবি আলোন্সো। তবে সেটা হচ্ছে না।
লা লিগার শেষ রাউন্ডে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। প্রিয় এই আঙিনায় এটাই হবে মদ্রিচের শেষ ম্যাচ।
“সময় এসে গেছে। আমি কখনই চাইনি এমন মুহূর্ত আসুক, কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে... শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ম্যাচ খেলব আমি।”
“রেয়াল মাদ্রিদের হয়ে খেলা ফুটবল খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর একটির অংশ হতে পেরে আমি গর্বিত। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর মাঠে এই জার্সি পরব না, তারপরও আমি সবসময় একজন মাদ্রিদিস্তা থাকব।”
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রেয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি।
রেয়াল অধ্যায়েই তিনি জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার- ২০১৮ সালের ব্যালন দ’র। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি।
রেয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচে তার গোল ৪৩টি।
এবারের মৌসুমটা রেয়ালের মোটেও ভালো কাটছে না। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে পারেনি তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের পথচলা থামে কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে। লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমে চারবারের দেখায় সবকটিতে হারে মাদ্রিদের দলটি।
লা লিগার শেষ ম্যাচের পর ক্লাবটিকে বিদায় জানিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। তার উত্তরসূরি হিসেবে দলটির সাবেক মিডফিল্ডার আলোন্সোর দায়িত্ব নেওয়া কেবল সময়ের ব্যাপার বলেই শোনা যাচ্ছে।