Published : 19 May 2025, 06:50 PM
ঘনিয়ে আসছে মৌসুম শেষের সময়। রেয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়েও আলোচনা বাড়ছে। আগামী মৌসুমে কি ইউরোপের সফলতম ক্লাবটিতেই দেখা যাবে ক্রোয়াট তারকাকে? সান্তিয়াগো বের্নাবেউ থেকে বিদায় নিতে যাওয়া কোচ কার্লো আনচেলত্তি বললেন, মদ্রিচকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্লাবের হাতে সময় আছে।
গত কয়েক মৌসুম ধরেই এক বছর করে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছে রেয়াল মাদ্রিদ। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে।
লা লিগায় রেয়ালের ম্যাচ বাকি আছে আর একটি। স্বল্পমেয়াদে চুক্তি বাড়িয়ে স্প্যানিশ দলটির হয়ে আসন্ন ক্লাব বিশ্বকাপেও মদ্রিচ খেলবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন আঙ্গিকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হবে আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত।
ফিফা একটি স্বল্পমেয়াদী ট্রান্সফার উইন্ডো চালু করেছে, যাতে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া খেলোয়াড়দের ক্লাব বিশ্বকাপে খেলাতে পারে ক্লাবগুলো।
মৌসুমটা রেয়ালের মোটেও ভালো কাটেনি। লা লিগার শেষ ম্যাচের পর ক্লাবটিকে বিদায় জানিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার উত্তরসূরি হিসেবে শাবি আলোন্সোর দায়িত্ব নেওয়া কেবল সময়ের ব্যাপার বলেই শোনা যাচ্ছে। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার খবর, মদ্রিচকে আগামী মৌসুমেও রেয়ালে রাখতে চান আলোন্সো। এই দুজন টানা তিন মৌসুম একসঙ্গে দলটিতে খেলেছেন।
আগামী সেপ্টেম্বরে ৪০ বছরে পা দেবেন মদ্রিচ। রেয়াল তাকে আরও এক মৌসুমের জন্য রাখবে কি না, সেটা সময়ই বলবে। লা লিগায় রোববার সেভিয়ার বিপক্ষে জয়ের পর আনচেলত্তি আশা প্রকাশ করেন, দুই পক্ষের জন্য সেরা সিদ্ধান্তই নেবে ক্লাব।
“সবাই জানে রেয়াল মাদ্রিদ মদ্রিচকে কতটা ভালোবাসে। ক্লাবের জন্য, তার জন্য, ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আছে তাদের।”
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রেয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে ১৩ মৌসুমে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি।
রেয়াল অধ্যায়েই তিনি জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার- ২০১৮ সালের ব্যালন দ’র। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি।
রেয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচে তার গোল ৪৩টি। জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন রেকর্ড ১৮৬ ম্যাচ।