Published : 23 May 2025, 12:53 PM
গোলশূন্য ড্র ম্যাচের সবচেয়ে উত্তেজনাময় মুহূর্তটি এলো দ্বিতীয়ার্ধে। দর্শকের তুমুল উল্লাসের মধ্যে মাঠে নামলেন নেইমার। চোট জর্জরিত ক্যারিয়ারে আরেক দফা প্রত্যাবর্তন! পাঁচ সপ্তাহ পর নেমে কিছু ঝলক দেখানো ছাড়া অবশ্য তেমন কিছু করতে পারলেন না তিনি। পরে টাইব্রেকারে হেরে ব্রাজিলিয়ান কাপ থেকে ছিটকে গেল তার দল সান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সান্তোসের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে বৃহস্পতিবার গোল করতে পারেনি কোনো দলই। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় সিআরবি।
ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা দেল রের মতো আসর এই কোপা দো ব্রাজিল। ৯২ দলের আসরটি হয়ে থাকে নকআউট ভিত্তিতে।
গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে তার শততম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন।
সেই চোট কাটিয়ে ফেরার ম্যাচে নেইমার মাঠে নামার আগে প্রথমার্ধে লড়াই হয় সমানতালে। দুই দলই দুটি করে সুবর্ণ সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ।
১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামলেন ৩৩ বছর বয়সী তারকা।
মাঠে নেমে বলে প্রথম দুটি স্পর্শেই সুযোগ তৈরি করে দেন তিনি দলের জন্য। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সতীর্থরা।
ম্যাচের শেষ দিকে গোল করার খুব কাছাকাছি গিয়েছিলেন নেইমার। বক্সের ভেতর একটু কারিকুরি করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে চকিতে শট নেন তিনি। কিন্তু দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে তা বাইরে পাঠিয়ে দেন সিআরবির গোলকিপার।
টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল।
কাপ থেকে ছিটকে পড়া সান্তোস ধুঁকছে ব্রাজিলিয়ান লিগেও। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে দুইয়ে আছে পেলে-নেইমারের দল হিসেবে গোটা বিশ্বে পরিচিত ক্লাবটি।
সান্তোসের পরের ম্যাচ আগামী রোববার ব্রাজিলিয়ান লিগে। সেই ম্যাচে সেরা একাদশে ফেরার চেষ্টায় থাকবেন নেইমার।
শৈশবের ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ আগামী মাসে। নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও।