Published : 26 Jan 2023, 07:46 PM
একে তো তিনি পিএসজি সমর্থক। তার উপর মায়ের মন বলে কথা। ছেলেকে খুশি করতে তাই লিগ ওয়ানের দলটির জার্সি পরেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বিপত্তিও বেঁধে যায় তাতে। শেষ পর্যন্ত অবশ্য জার্সি বদলে ফেলতে হয় তাকে।
অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে হারের ম্যাচে এমনই বিব্রতকর এক অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে আজারেঙ্কাকে। ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে কোর্টে নেমে যাওয়ায় ম্যাচ শুরুর আগে তাকে তা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়।
নারী এককের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার এলেনা রিবাকিনার কাছে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনে দুইবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা। হারের তেতো স্বাদের পাশাপাশি এই ম্যাচে ৩৩ বছর বয়সী আজারেঙ্কা জার্সি বদলাতে বাধ্য হওয়ার অভিজ্ঞতার সম্মুখীন হন।
আজারেঙ্কার পছন্দের ক্লাব মেসি-নেইমারদের পিএসজি। তার ছয় বছর বয়সী ছেলে লিওরও পছন্দ একই। নিজের ও ছেলের প্রিয় দলকে সমর্থন জানাতে তাই তাদের জার্সি পরেই খেলতে নেমে গিয়েছিলেন আজারেঙ্কা। তখনই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
এরপর চেয়ার আম্পায়ারের সঙ্গে কথা বলার পর আজারেঙ্কা পিএসজির জার্সি খুলে ফেলেন এবং নির্ধারিত পোশাকে ওয়ার্ম আপ করেন। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পুরো বিষয়টি তুলে ধরেন আজারেঙ্কা।
কর্তৃপক্ষ দ্বিতীয়বার বলার পর পিএসজির জার্সি খুলে ফেলেন আজারেঙ্কা। জানান, অনুমতি নেই জেনেও ছেলের কথা ভেবে পিএসজির জার্সি পরেছিলেন তিনি।
“তারা আমাকে দুবার জার্সি খুলে ফেলতে বলেছিল, কারণ আমি যা পরেছিলাম তা আলাদা ছিল। আমার মনে হয়, এটি স্পনসরশিপের সঙ্গে সমস্যার বিষয়। আমার ধারণা লোগোগুলো খুব বড়... আমি জানি যে আমার এটি পরে খেলার অনুমতি নেই। আমি এই ধরণের ব্যাপারগুলো জানতাম।”
“কিন্তু আমি যেভাবে চাই সেভাবে কোর্টে পা রাখতে পারি। আমি এটি আমার নিজের জন্যই করি। আমার ছেলে আজ তার অনুশীলনে সাদা জার্সি পরেছিল এবং আমিও আমার ম্যাচে সাদা জার্সি পরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই এটি ঠিক আছে।”