আন্তর্জাতিক ফুটবল
Published : 02 Mar 2025, 02:12 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স চলতি মৌসুমে যাচ্ছেতাই হলেও ব্যতিক্রম হ্যারি ম্যাগুইয়ার। বিবর্ণ দলেও তিনি উজ্জ্বল পারফরম্যান্সের আলোয়। সাম্প্রতিক এই ধারাবাহিকতার কারণে তাকে ইংল্যান্ড জাতীয় দলে ফেরানো উচিত বলে মনে করেন ইউনাইটেডের কোচ হুবেন আমুরি।
একটা সময় পর্যন্ত জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ম্যাগুইয়ার। ইংল্যান্ডের জার্সিতে তিনি খেলেছেন ৬৪ ম্যাচ। তবে হুট করেই তার ফর্মে ভাটার টান আসে প্রবলভাবে। ক্লাব ও দেশের হয়ে ম্যাচের পর ম্যাচে ভুল করতে থাকেন। অনিয়মিত হয়ে পড়েন একাদশে। ২০২৩ সালে তাকে ইউনাইটেডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন তখনকার কোচ এরিক টেন হাগ।
জায়গা হারান তিনি জাতীয় দলেও। গত বছর ইউরোর স্কোয়াডে তাকে রাখেননি কোচ গ্যারেথ সাউথগেট।
ওই সময়টায় ম্যাগুইয়ারকে নিয়ে সমালোচনার পাশাপাশি হাস্যরস, সামাজিক মাধ্যমে ট্রল হতো ফুটবল বিশ্বজুড়েই। তবে সেই দুঃসময়কে এবার চাপা দিতে পেরেছেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার। ইউনাটেডের রক্ষণে তিনি ভালো করছেন নিয়মিত। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির বিপক্ষে ও গত মাসে প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে দলকে জেতানো গোলও করেছেন।
সামনেই ইংল্যান্ড জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে। নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল ঘোষণা করবেন শিগগিরই।
ইউনাইটেড কোচ আমুরির আশা, সেই দলে জায়গা হবে ম্যাগুইয়ারের।
“জাতীয় দলের কোচের জন্য এটুকু যদি যথেষ্ট হয়, আমি খুবই খুশি হব তার জন্য। আমার মতে, তার এটা প্রাপ্য।”
“দারুণ এক ছেলে সে। অবশ্যই এখনও তার উন্নতি করা প্রয়োজন, কারণ একজন ফুটবলার প্রতিটি সময়ই উন্নতি করত পারে এবং উন্নতির অনেক জায়গা থাকে। তবে এই মুহূর্তে তার পারফরম্যান্স বেশ ভালো। সে এখন এমন এক নেতা হয়ে উঠেছে, জাতীয় দলকে যে সহায়তা করতে পারে। আশা করি, জাতীয় দলের পরের ম্যাচগুলিতে সে থাকবে।”
আগামী ২১ মার্চ আলবেনিয়ার বিপক্ষে খেবে ইংল্যান্ড, তিন দিন পর তাদের প্রতিপক্ষ লাটভিয়া।