বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 21 May 2025, 07:07 PM
শীর্ষ লিগ থেকে আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল আবাহনী। দারুণ এই জয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। জোড়া গোল করেন এনামুল হোসেন গাজী। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এমেকা ওগবাহ।
গত রাউন্ডে মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচগুলো আবাহনীর জন্য কেবল লিগ টেবিলে উপরের দিকে থাকার উপলক্ষ। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮।
১৬ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে। লিগের বাকি আর দুই রাউন্ডের খেলা।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। বৃষ্টিবিঘ্নিত, কর্দমাক্ত মাঠে দৃষ্টিনন্দন গোল করেছেন পুলিশের আল আমিন।
৪৪তম মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে বডি ডজে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন আল আমিন। লিগে এই ফরোয়ার্ডের গোল হলো ৮টি।
আসরে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার উপরে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। তার পেছনে ছুটছেন আল আমিন। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং।
পিছিয়ে পড়া ফর্টিস সমতায় ফেরে ৬৭তম মিনিটে পা ওমার বাবুর গোলে। ৭৩তম মিনিটে জাসুর জুমায়েভের ফ্রি কিক ক্রসবার কাঁপালে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দলটিকে।