Published : 12 Jun 2025, 09:51 PM
নতুন ঠিকানা খুঁজে নিলেন বেলজিয়ান প্লে-মেকার কেভিন ডে ব্রুইনে। ম্যানচেস্টার সিটিতে সাফল্য মাখা ১০ বছরের ক্যারিয়ার শেষে ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিলেন তিনি।
নাপোলি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডে ব্রুইনেকে দলে নেওয়ার খবর জানিয়েছে।
২০১৫ সালে সিটিতে যোগ দেওয়ার পর এক দশকে ১৯টি শিরোপা জিতেছেন ডে ব্রুইনে। এর মধ্যে আছে ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দুইবার হয়েছেন প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়।
প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত ৩৩ বছর বয়সী ডে ব্রুইনের চুক্তির মেয়াদ শেষ হয় সদ্য সমাপ্ত মৌসুমে। বেলজিয়াম অধিনায়ক সিটির হয়ে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে করেন ৬ গোল, অবদান রাখে ৮ গোলে।
সবশেষ দুই মৌসুম ধরে চোট খুব ভোগাচ্ছে ডে ব্রুইনেকে। সে কারণে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না।
সিটির হয়ে সব মিলিয়ে ৪২২ ম্যাচ খেলেছেন ডে ব্রুইনে, করেছেন ১০৮ গোল, অবদান রেখেছেন ১৭৭ গোলে। প্রিমিয়ার লিগে ডে ব্রুইনের (১১৯) চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন কেবল ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রায়ান গিগস (১৬২)।
ইন্টার মিলানের সঙ্গে দারুণ লড়াইয়ের পর তিন বছরের মধ্যে দ্বিতীয় সেরি আ শিরোপা জিতেছে নাপোলি।