নারী ফুটবল
Published : 01 Jun 2025, 02:59 AM
আক্রমণে, গোলের সুযোগ তৈরিতে এগিয়ে, কিন্তু গোলটাই পাওয়া হলো না। প্রথম মুখোমুখিতে শক্তিশালী ইন্দোনেশিয়াকেও হারানোর গল্পটা তাই লিখতে পারল না বাংলাদেশ। স্বাভাবিকভাবে এতে কিছুটা হতাশ পিটার জেমস বাটলার। তবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের দৃষ্টিতে ঋতুপর্ণা-মনিকা-স্বপ্নাদের পারফরম্যান্স ছিল চমৎকার, দুর্দান্ত।
জর্ডানের আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে শনিবারের প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এ ম্যাচে ১৫টি আক্রমণের সাতটি পোস্টে রেখেও গোল আদায় করে নিতে পারেনি মেয়েরা। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে মেয়েদের দাপুটে ফুটবলে মুগ্ধ বাটলার।
“মেয়েরা আজ ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। আমরা কয়েকটি সুযোগ নষ্ট করেছি, কিন্তু যেভাবে মেয়েরা নিচ থেকে খেলা তৈরি করেছে, বিল্ড-আপ গেম খেলেছে, তাদের নিয়ে আমি আসলেই ভীষণ গর্বিত। আমি মনে করি, তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে অসাধারণ, দুর্দান্ত খেলেছে।”
শেষ দিকেও দারুণ সুযোগ পেয়েছিলেন গত উইমেন’স সাফের ফাইনালে জয়সূচক গোল করা ঋতুপর্ণা চাকমা। অল্পের জন্য পোস্টের বাইরে যায় এই ফরোয়ার্ডের শট। ঋতুপর্ণার মতো মনিকা চাকমা, মারিয়া মান্দাও ভুটানের লিগে খেলার কারণে ছিলেন না বাটলারের শুরুর দিকের ক্যাম্পে। সুযোগ পেয়ে তারা আলো ছড়ানোয় কোচের খুশি আরও বেশি।
“আমি ভালো ফুটবল খেলতে চাই। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, স্বপ্না আসলেই ভালো খেলেছে। সুযোগ দেওয়ার ক্ষেত্রে তারা যে সপ্তাহের পর সপ্তাহ খেলার মধ্যে ছিল না, সেটা আমি বিবেচনায় নেইনি। আমাদের লিগ চলছে না, কিন্তু এই মেয়েরা বিভিন্ন দেশের লিগে খেলছে, তাদের প্রতিভা সহজাত।”
“দলের মধ্যে যে শৃঙ্খলা, নিবেদন আমি সবসময় দেখতে চেয়েছি, মেয়েরা আজ সেটা দেখিয়েছে। আমি মনে করি, তারা বাংলাদেশকে গর্বিত করেছে।”
জুন-জুলাইয়ের উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে জর্ডান সফর করছে বাংলাদেশ। মঙ্গলবার সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে মেয়েরা মুখোমুখি হবে স্বাগতিক জর্ডানের।