Published : 25 Apr 2024, 04:13 PM
প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে সবসময়ই প্রত্যাশা একটু বেশি থাকে সমর্থকদের। ভালো খেললে দলকে যেমন স্তুতির জোয়ারে ভাসানো হয়, তেমনি খারাপ খেললে শিকার হতে হয় প্রবল সমালোচনার। এর সঙ্গে মানিয়ে নিতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন দলটির মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস।
চলতি মৌসুমে ভীষণ বাজে সময় কাটছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির। সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে তাদের পারফরম্যান্সের অধারাবাহিকতা। তবে, সবশেষ ম্যাচে দারুণ খেলেছে তারা। প্রিমিয়ার লিগে বুধবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়েও ৪-২ গোলের দারুণ এক জয় পেয়েছে দলটি।
সবচেয়ে বেশি বাহবা পাচ্ছেন ফের্নান্দেস। ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার। নিজে দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি।
৬১তম মিনিটে স্পট কিক থেকে ফের্নান্দেসের গোলে দ্বিতীয় দফায় সমতা টানে ইউনাইটেড। ২০ মিনিট পর বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে দলকে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে নেন তিনি। বাকি দুটি গোল করেন হ্যারি ম্যাগুইয়ার ও গাসমুস হয়লুন।
লিগে চার ম্যাচ পর এই জয়ের স্বাদ পেল ইউনাইটেড। তাই আপাতত কিছুটা প্রশংসা পেলেও, পরের ম্যাচে খারাপ খেললেই যে ফের সমালোচনার তিরে বিদ্ধ হতে হবে, তা ভালো করেই জানেন ফের্নান্দেস। দুই দিন আগেই যেমন তাদের পারফরম্যান্স নিয়ে হয়েছিল প্রবল চর্চা। এফএ কাপের সেমি-ফাইনালে গত রোববার কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড পেয়েও তা হারিয়ে ফেলে দলটি, পরে টাইব্রেকারে জিতলেও তাদেরকে সইতে হয়েছিল প্রবল সমালোচনা।
শেফিল্ডের বিপক্ষে দারুণ জয়ে আপাতত সমালোচনার সেই স্রোতে বাঁধ দিতে পেরেছে ইউনাইটেড। ফের্নান্দেস বললেন, এই ক্লাবের সমর্থকদের কাছে জয় ছাড়া বাকি সব কিছু অর্থহীন। তাই প্রশংসার মতো নিন্দার সঙ্গেও মানিয়ে নিতে হবে তাদের।
“টানা ৯ ম্যাচ জিতে দারুণ ধারাবাহিক অবস্থায় থাকতে পারেন, কিন্তু এরপর একটি ম্যাচ হারলেই সমালোচনা সহ্য করতে হবে। ইউনাইটেডে প্রতিটি ম্যাচ জিততে হবে, এখানে এটাই আমাদের দায়িত্বের অংশ। ড্রেসিংরুমে কেউ যদি এখনও এসবে অভ্যস্ত না হয়, সে অভ্যস্ত হয়ে যাবে।”
“ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হলে প্রশংসিত হওয়ার মতো সমালোচিত হওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। ভালো করলে যখন প্রশংসা পাই, তখন সমালোচনায় আমরা বিরক্ত হতে পারি না।”
লিগ টেবিলে শীর্ষ চার থেকে অনেকটা ব্যবধানে পিছিয়ে পড়েছে ইউনাইটেড। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। ৩২ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা।
৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে, ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে।