Published : 23 Aug 2024, 02:02 PM
সম্প্রতি নতুন এক এআই সহায়ক ফিচার চালু করেছে ইউটিউব, যার মাধ্যমে ব্যবহারকারী সাইবার হামলার শিকার নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন।
গেল বৃহস্পতিবার নতুন এ ফিচারটির ঘোষণা এসেছে গুগলের ‘সাপোর্ট পেইজ ফর ইউটিউব’-এ।
‘হ্যাকড চ্যানেল অ্যাসিস্ট্যান্ট’ নামের নতুন এ ফিচারটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে ‘যোগ্য কনটেন্ট নির্মাতারা’ নিজেদের অ্যাকাউন্ট ‘ট্রাবলশুট করার’ সুযোগ পাবেন।
ফিচারটিতে প্রবেশ করা যাবে ‘ইউটিউব হেলথ সেন্টার’ থেকে।
আক্রান্ত ব্যবহারকারীদের গুগল লগইন সুরক্ষিত রাখতে অ্যাসিস্ট্যান্ট ফিচারটি বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, চ্যানেলে হ্যাকারদের সম্ভাব্য কার্যক্রম ‘আনডু’ করবে ও এর পর থেকে হ্যাকাররা যেন ওই চ্যানেলে প্রবেশের সুযোগ না পায়, তা নিশ্চিত করবে।
আপাতত ফিচারটি কেবল ইংরেজি ভাষায় ও ‘সুনির্দিষ্ট কনটেন্ট নির্মাতাদের’ জন্য চালু হলেও গুগল বলছে, ইউটিউবের সকল কনটেন্ট নির্মাতাকে এ ফিচারে প্রবেশের সুবিধা দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছে।