Published : 04 Nov 2024, 06:16 PM
২০২৫ সালে চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ অর্থাৎ জিপিটি-৫ প্রকাশের খবরে সম্প্রতি পানি ঢাললেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট-এর এক প্রশ্নোত্তর পর্বে অল্টম্যান বলেছেন, “জিপিটি-৫ নামে এমন কিছুই ২০২৫ সালে আসবে না।”
এর বদলে জিপিটি-ও১ আনার দিকে মনোযোগ দিয়েছে কোম্পানিটি, বলেছেন অল্টম্যান। জিপিটি-ও১-এর আগের কোড নাম ছিল ‘প্রজেক্ট স্ট্রবেরি’। যেটি ওপেনএআইয়ের একটি নতুন এআই মডেল, যা ব্যবহারকারীদের কোনো কিছু নিয়ে উত্তর দেওয়ার আগে ‘চিন্তার মাধ্যমে’ সমস্যার ওপর নজর দেবে।
এসব মডেল জটিল কাজে যুক্তি দিতে পারে। পাশাপাশি বিজ্ঞান, গণিত ও একাডেমিক গবেষণার মতো বিশেষ ব্যবহারের ক্ষেত্রে জিপিটি-ও১ আরও কার্যকর হবে বলে প্রতিবেদনে লিখেছে সংবাদের সাইট এমএসএন।
“বর্তমানে এসব মডেল বেশ জটিল হয়ে উঠেছে ও আমরা যেভাবে চাই ঠিক সেভাবে সবকিছু পাঠাতে পারছি না। এজন্য এরইমধ্যে ওপেনএআইকে অনেক সীমাবদ্ধতা ও কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে,” বলেছেন অল্টম্যান।
রেডিট প্রশ্নোত্তর পর্বে চ্যাটজিপিটির ভবিষ্যৎ নিয়ে আরও অনেক ইঙ্গিত দিয়েছেন এআই জাান্টটির সিইও।
এসব এআই এজেন্ট এমন ধরনের টুল, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিশ্বের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করে কাজ করতে সক্ষম। যেমন- কারো ফ্লাইট বা কনসার্টের টিকিট বুক করতে বা কোনো আইটি ডেস্কের প্রশ্নের উত্তর দিতে পারবে এসব এআই মডেল।
এ বছরের মে মাসে ‘ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্স’-এর এক বক্তৃতায় ওপেনএআইয়ের সিওও ব্র্যাড লাইটক্যাপ মিলকেন বলেছেন, “এক বছর পর ফিরে তাকালে আমরা বুঝতে পারব, চ্যাটজিপিটির আগের বিভিন্ন সংস্করণ কতটা হাস্যকর ছিল।”
এ সপ্তাহের শুরুতে চ্যাটজিপিটি’তে ‘চ্যাটজিপিটি সার্চ’ নামের এক নতুন ইন্টারফেস উন্মোচন করেছে ওপেনএআই। তবে এ আপডেটটি কেবল পেইড প্লাস ও টিমস গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে।
“আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের মতো আচরণে পুরোপুরি বিশ্বাস করি। তবে এটিকে সঠিকভাবে পেতে অনেক কাজ করতে হবে। আর এই মুহূর্তে আমাদের হাতে আরও জরুরি কাজ রয়েছে,” বলেছেন অল্টম্যান।
“আমরা একদিন এটা ঠিকঠাক করে ফেলব।”