Published : 13 May 2025, 04:25 PM
প্রিমিয়াম মোবাইল ফোনের বাজারে অ্যাপলের সঙ্গে সবচেয়ে বড় প্রতিযোগিতা স্যামসাংয়ের। এরই অংশ হিসাবে নানা সময় নানা ফিচারের খবর আসে প্রতিদ্বন্দ্বী কোম্পানি দুটোর কাছ থেকে। এবার, এ যাবতকালে নিজেদের সবচেয়ে পাতলা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এই কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট।
মঙ্গলবার ‘এস২৫ এজ’ নামের নতুন এই ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে স্যামসাং। এতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার। প্রিমিয়াম ফোনের বাজারে অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০ ও ৩০ বয়সী গ্রাহকদের মধ্যে ছোট ও সহজে বহন করা যায় এমন স্মার্টফোনের চাহিদা বাড়ছে। এ চাহিদা ধরতেই ‘এস২৫ এজ’ ফোনটি বাজারে এনেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি।
স্যামসাং বলেছে, “ব্যবহারকারীরা এমন ফোন চান, যেটি পাতলা ও সহজে বহন করা যাবে, তবে, এর পারফরম্যান্সে কোনো কমতি থাকবে না।” এ জন্য ফোনের ভেতরের অংশ, যেমন সার্কিট বোর্ড ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় তারা পরিবর্তন এনেছে তারা যাতে ফোনটি আরও পাতলা করা যায়।
বিশ্লেষকরা বলছেন, ফোনটি ঠিক সময়মতো বাজারে এনেছে স্যামসাং। যাতে অ্যাপলের আগেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কারণ, ধারণা করা হচ্ছে, বছরের দ্বিতীয়ার্ধে পাতলা আইফোন আনতে পারে অ্যাপলও।
‘এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেছেন, “কয়েক মাস আগে স্মার্টফোনটি বাজারে এনে অ্যাপলের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে স্যামসাং। যেসব গ্রাহক পাতলা স্মার্টফোন খুঁজছেন তারা স্যামসাংয়ের এ ফোনটি কিনতে আগ্রহী হবেন। তাই মনে হচ্ছে, স্যামসাংয়ের খুব হিসেব করে নেওয়া সিদ্ধান্ত এটি, যাতে ওই শূন্যতা ধরতে পারে তারা।”
স্যামসাং বলেছে, দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোনটির বিক্রি শুরু হবে ২৩ মে থেকে এবং যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩০ মে থেকে। এ ছাড়াও ফোনটি আরও ৩০টি দেশের বাজারে পাওয়া হবে, যার মধ্যে রয়েছে চীন ও ইউরোপও।
স্মার্টফোনটিতে নিজেদের নতুন এআইনির্ভর বিভিন্ন ফিচার যোগ করেছে স্যামসাং। এর মধ্যে আছে মাল্টিমোডাল এআই, যা ব্যবহারকারীদের ক্যামেরা দিয়ে জিনিস দেখিয়ে বা কণ্ঠস্বরের মাধ্যমে রিয়াল টাইমে ফোনের সঙ্গে কথা বলার সুযোগ দেয়। এতে ক্যামেরা ব্যবহার করেও প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা।
‘এস২৫ এজ’ ফোনের দাম শুরু হয়েছে এক হাজার ৯৯ ডলার থেকে। এই মডেলটির স্ক্রিন আকার ৬.৭ ইঞ্চি ও এটি ৫.৮ মিলিমিটার পুরু, যা ‘এস২৫’ মডেলের চেয়ে বড় হলেও দুটি স্মার্টফোন ওজনে প্রায় একই।
তবে এ নতুন মডেলটির উৎপাদন স্থান সম্পর্কে স্যামসাং কোনো তথ্য প্রকাশ করেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
স্মার্টফোনটির লঞ্চ ইভেন্টে ডিভাইসটির পারফরম্যান্স ও তাপ নিয়ন্ত্রণের সম্ভাব্য সমস্যা নিয়ে উদ্বেগের বিষয়টি উড়িয়ে দিয়েছে এর নির্মাতা।
স্যামসাং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুন সুং-হুন বলেছেন, “কিছু মানুষ চিন্তিত হতে পারেন যে, পাতলা ফোন পারফরম্যান্সে কমতি আনতে পারে বা তাপ নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে।”
“আমরা একটি পাতলা ভেপার চেম্বার তৈরি করেছি, যা ফোনের স্লিম ডিজাইনে পুরোপুরি ফিট করে। আমরা পুরোপুরি নিশ্চিত, তাপমাত্রার দুশ্চিন্তা ছাড়াই নতুন স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন ক্রেতারা।”
বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে স্যামসাং। ১৯ শতাংশ শেয়ার নিয়ে স্যামসাংয়ের পরের অবস্থানে রয়েছে অ্যাপল।