Published : 11 May 2025, 07:05 PM
গুগলের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ কর্মীদের জাতিগত বৈষম্যের অভিযোগে দায়ের করা এক মামলা নিষ্পত্তিতে পাঁচ কোটি ডলার দিতে রাজি হয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে চার হাজারেও বেশি গুগল কর্মচারীর করা মামলায় একটি প্রাথমিক নিষ্পত্তির আবেদন ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের ফেডারেল আদালতে দাখিল করা হয়েছে এবং এর জন্য কেবল বিচারকের অনুমোদন প্রয়োজন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মামলায় বাদীরা বলেছেন, গুগলের “জাতিগত পক্ষপাতদুষ্ট এক কর্পোরেট সংস্কৃতি” রয়েছে, যেখানে কৃষ্ণাঙ্গ কর্মীদের নিম্নস্তরের চাকরিতে নিয়োগ করে, তাদের কম বেতন দেওয়ার পাশাপাশি কর্মক্ষমতা রেটিং কমিয়ে দেওয়া ও তাদের উন্নতির সুযোগ থেকে বঞ্চিত করছে কোম্পানিটি।
মামালার অভিযোগ অনুসারে, ২০২১ সালে গুগল কর্মীদের মধ্যে কেবল ৪ দশমিক ৪ শতাংশ কৃষ্ণাঙ্গ কর্মী ছিল এবং কোম্পানিটির নেতৃত্বে পর্যায়ে ছিল ৩ শতাংশ কৃষ্ণাঙ্গ কর্মী।
মামলার বাদী এপ্রিল কার্লিকে কৃষ্ণাঙ্গ কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজে নিয়োগ দিয়েছিল গুগল।
তিনি বলেছেন, গুগল তাকে পদোন্নতি দেয়নি এবং তাকে ‘রাগী’ কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভুলভাবে বিচার করেছে। ছয় বছর ধরে কোম্পানিটিতে কাজ করার পর যখন গুগলের বিরুদ্ধে জাতিগত বৈষম্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন তিনি তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করে মার্কিন সার্চ জায়ান্টটি।
গুগলের ম্যানেজাররাও কৃষ্ণাঙ্গ কর্মীদের অপমান করতেন বলে অভিযোগ উঠেছে মামলায়। তারা বলতেন, কৃষ্ণাঙ্গ কর্মী ‘গুগলীয়’ নন বা তাদের মধ্যে ‘গুগলপনা’ নেই– এ বিষয়টিকে জাতিগত ইঙ্গিতপূর্ণ অপমান বলে অভিযোগ করেছেন মামলার বাদীরা।