Published : 20 Feb 2025, 06:02 PM
দ্বাদশবারের মতো ‘স্টুডেন্টস ফোরামে’র সহযোগিতায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫’ বাংলাদেশ পর্বের আয়োজন করতে যাচ্ছে বেসিস।
বিশ্বের তিন শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা বলেছে বেসিস।
বেসিস ‘স্টুডেন্টস ফোরামে’র সহযোগিতায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫’ বাংলাদেশ পর্বের বিস্তারিত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশের যে কোনো আগ্রহী নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নাসা থেকে বেঁধে দেওয়া নিয়ম মেনে বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে। এতে অংশগ্রহণের জন্য আজ থেকে আগ্রহীরা বেসিস সাইটে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় টানা তিনবার’সহ মোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিকভাবে বিশ্বের একশ ৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, শিল্পী, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের তরুণদের একসঙ্গে করে নানা বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম করে নাসা। এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব।
বেসিস বলেছে, এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে নানাবিধ কার্যক্রম চলবে। আরও থাকবে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ও সেমিনার। এ ছাড়াও, অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে ও ডেটা বিশ্লেষণ সক্ষমতা উন্নয়নের জন্য অনলাইনে একটি ‘ডেটা বুট ক্যাম্পের’ও আয়োজন করবে তারা।
প্রতিযোগিতায় আগ্রহী বিভিন্ন দলের জন্য বিশেষ সুবিধা হিসেবে তাদের প্রকল্প প্রস্তুতিতে সহায়তার জন্য একজন বিশেষজ্ঞ থাকবেন, যাতে তারা মূল হ্যাকাথনের জন্য নিজেদের প্রকল্পকে ভালোভাবে প্রস্তুত করতে পারে।
বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন “বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তি দক্ষতাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে বেসিস প্রতিবারই নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আয়োজন করে আসছে। এবারও বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করবে।”