Published : 02 Jul 2025, 05:50 PM
ভয়েস অ্যাসিস্ট্যান্স সিরিকে চালাতে ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো প্রযুক্তি ব্যবহারের কথা ‘ভাবছে’ মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। এমন পদক্ষেপকে কোম্পানিটির জন্য বড় এক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।
সোমবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, উন্নত বা নতুন সংস্করণের সিরি চালাতে নিজেদের তৈরি এআই প্রযুক্তির বদলে ওপেনএআই বা অ্যানথ্রপিকের এআই ব্যবহারের কথা বিবেচনা করছে অ্যাপল।
সোমবার শেয়ারবাজারে দিন শুরুর দিকে অ্যাপলের শেয়ারের দাম কিছুটা কমে গেলেও দিনের শেষে সেই দাম আবার বেড়েছে। একইদিন বাজার বন্ধের সময় কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে দুই শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এ আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম সিরিতে ব্যবহারের জন্য দুটি কোম্পানির সঙ্গেই আলোচনা করছে অ্যাপল। এসব এআই মডেলকে এমনভাবে তৈরি বা প্রশিক্ষণ দিতে চাইছে অ্যাপল, যাতে এগুলো কোম্পানিটির নিজস্ব কম্পিউটার সিস্টেম বা ক্লাউড সার্ভারে চালানো ও পরীক্ষা করা যায়।
তবে বিভিন্ন এআই মডেল নিয়ে থার্ড পার্টির সঙ্গে অ্যাপলের আলোচনা এখনও শুরুর দিকে রয়েছে এবং এসব এআই মডেল ব্যবহারের বিষয়ে কোম্পানিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও উল্লেখ রয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে রাজি হয়নি অ্যামাজন সমর্থিত এআই স্টার্টআপ অ্যানথ্রপিক। অন্যদিকে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল ও ওপেনএআই।
এর আগে, মার্চে অ্যাপল বলেছিল, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির এআই সিস্টেম উন্নত করতে ২০২৬ সাল নাগাদ সময় লাগতে পারে তাদের। তবে ওই সময় এ দেরির কারণ জানায়নি কোম্পানিটি।
মার্চে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, এআই প্রকল্পে দেরি হওয়ায় কোম্পানির শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এনেছে অ্যাপল, যাতে কাজ দ্রুত ও সঠিকভাবে এগোনো যায়। এ পরিবর্তনের ফলে সিরির দায়িত্ব দেওয়া হয়েছে মাইক রকওয়েলকে। অ্যাপলের সিইও টিম কুকের ধারণা, আগের এআই প্রধান জন জিয়ানন্দ্রিয়া কাজটি ঠিকভাবে পরিচালনা করতে পারেননি। তাই তার বদলে রকওয়েলকে এ কাজের দায়িত্ব দিয়েছেন তিনি।
সিএনবিসি লিখেছে, এ মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’-এ কোম্পানিটির ছোট ছোট উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাপল, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজ করবে। যেমন– ফোন কলের জন্য সরাসরি অনুবাদের মতো ফিচার এনেছে তারা।
ওই সময় অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেগ ফেদেরিঘি বলেছিলেন, তাদের ব্যবহৃত মূল এআই মডেলটি এখন থার্ড পার্টির ডেভেলপারদের জন্য খুলে দিচ্ছে। এর মাধ্যমে থার্ড পার্টির প্রোগ্রামাররাও সেই মডেল ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারবে। পাশাপাশি, নিজেদের ডেভেলপারদের জন্য কোড লেখায় সাহায্য করতে কোম্পানিটির তৈরি টুল ও ওপেনএআইয়ের কোড সহায়ক টুল দুটোই সরবরাহ করবে অ্যাপল।