Published : 29 May 2024, 04:14 PM
নিজের আইফোনে টেক্সট নোটিফিকেশন পাচ্ছেন না? গুরুত্বপূর্ণ কোনো বার্তা ফসকে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন? তবে আর চিন্তা করতে হবে না, এর কিছু সহজ সমাধান রয়েছে।
আইফোনে টেক্সট নোটিফিকেশন না পাওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে, যার মধ্যে রয়েছে সেটিংসে ভুল কনফিগারেশন, সফটওয়্যারের ত্রুটি, বা ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করে রাখা। চলুন এ সম্ভাব্য সমাস্যাগুলোর সমাধান জেনে নেওয়া যাক।
একটি দ্রুত সমাধান হল, আইফোনের ‘ডু নট ডিস্টার্ব’ বা ‘সাইলেন্ট’ মোড চালু আছে কিনা সেটি দেখে নেওয়া। সাইলেন্ট মোড অন করতে হয় ফোনের পাশে সাইলেন্ট সুইচ অন করার মাধ্যমে। কেউ অপশন দুটি চালু করে বন্ধ করতে ভুলে যেতে পারেন।
আর ‘ডু নট ডিস্টার্ব’ অপশনের জন্য ‘কন্ট্রোল সেন্টার’-এ যান ও ‘ফোকাস’ আইকনে চাপ দিন। ‘ডু নট ডিস্টার্ব’ ছাড়া অন্য কোনও সেটিং চালু না থাকলে, এটিই সমস্যা ছিল ধরে নিয়ে টেক্সট নোটিফিকেশন পুনরায় চালু করে দিতে পারেন।
আইফোনের নোটিফিকেশন সেটিংস চেক করতে হবে। এর জন্য সেটিংস অ্যাপে গিয়ে ‘নোটিফিকেশন’ অপশনটি বেছে নিন। এরপর, মেসেজেস সিলেক্ট করুন। পরের পেইজ থেকে নিশ্চিত করুন ‘অ্যালাউ নোটিফিকেশন’ টগলটি চালু আছে। ‘ইমিডিয়েট ডেলিভারি’ অপশন চালু করুন। এ ছাড়া, লক স্ক্রিন, নোটিফিকেশন সেন্টার এবং ‘ব্যানারস’-এর সেটিংস চালু করে নিন।
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের কনভারসেশন মিউট করা কিনা সেটি দেখুন। এটি করতে বিভিন্ন কনভারসেশনের পাশে ‘ক্রসড-আউট বেল’ আইকন বা মাঝখান থেকে দাগ দেওয়া একটি ঘণ্টার চিহ্ন খুঁজুন। খুঁজে পেলে বাম দিকে সোয়াইপ করুন ও আনমিউট করতে বেল আইকনে চাপ দিন।
নিজের অন্য অ্যাপল ডিভাইসে টেক্সট নোটিফিকেশন পাচ্ছেন? এমন হলে, আইফোনের ‘মেসেজ ফরওয়ার্ডিং’ অপশনটি চালু থাকতে পারে। বন্ধ করতে সেটিংস অ্যাপ চালু করুন, ‘মেসেজেস’ অপশনটি সিলেক্ট করুন। এরপরে ‘টেক্সট মেসেজ ফরওয়ার্ডিং’ অপশনটি বেছে নিন। পরের পৃষ্ঠার কোনো টগল চালু করা থাকলে বন্ধ করে দিন।
এ ছাড়া, ফোনের ব্লুটুথ একবার অফ করে আবার অন করে দেখতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস। এর জন্যও সেটিংস অ্যাপ থেকে ব্লুটুথ অপশনে যান, টগলটি অফ করে আবার চালু করুন। এটি নোটিফিকেশন বার থেকেও করা যায়।
পাশাপাশি, আরও দুটি অতিরিক্ত কাজ করা যেতে পারে। আইফোনটি একবার রিবুট করুন। অর্থাৎ বন্ধ করে আবার চালু করুন। আইওএসের নতুন কোনো আপোডেট এসেছে কিনা সেটিও একবার দেখুন। নতুন আপডেট আসলে সেটি ইনস্টল করার পর সমস্যা ঠিক হয়েছে কিনা দেখুন।
ওপরের সব পদক্ষেপ অনুসরণ করার পরও যদি নোটিফিকেশন না আসে, তবে ফোনটিকে অ্যাপল স্টোর অথবা নির্ভরযোগ্য ফোন সারাইয়ের স্থানীয় দোকানে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ডিজিটাল ট্রেন্ডস।