Published : 03 Oct 2024, 04:35 PM
সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ প্রকাশ করেছে, যেখানে এসেছে বিভিন্ন নতুন ফিচার। এমনই এক ফিচার হল আইফোনের লক স্ক্রিন পরিবর্তনের সুযোগ।
নতুন এ ফিচারটি ব্যবহারকারীর প্রয়োজনের সঙ্গে ফোনটিকে সাজিয়ে নিতে সাহায্য করবে।
কীভাবে ফোনের লক স্ক্রিন নিজের ব্যবহারের জন্য আরও কার্যকর করে তুলবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
কীভাবে লক স্ক্রিন কাস্টমাইজ করবেন?
১. প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন।
২. ওয়ালপেপার অপশনে চাপুন।
৩. লক স্ক্রিন অপশনের নিচে ‘কাস্টমাইজ’-এ চপুন।
কাস্টমাইজ চাপলেই পরিচিত লক স্ক্রিন চালু হবে স্ক্রিনের নিচে ফ্ল্যাশ লাইট ও ক্যামেরা কন্ট্রোল বোতামসহ, যেগুলো বদলে নেওয়া যাবে।
লক স্ক্রিনে থাকা অপশন দুটি বাদ দিতে, সেগুলোর পাশের মাইনাস চিহ্নে চাপুন। এগুলো সরিয়ে ফেলার পর, স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘ডান’ অপশনে চাপুন।
এখানে নতুন কন্ট্রোল যোগ করার জন্য, ফ্ল্যাশ লাইট ও ক্যামেরা সরিয়ে ফেলার পর, একই জায়গায় প্লাস চিহ্ন দেখবেন, সেখানে চাপুন। এবার একটি মেনু আসবে, সেখানে বিভিন্ন কন্ট্রোল দেখাবে যেগুলো লক স্ক্রিনে যোগ করতে পারবেন, যেমন ট্রান্সলেট বা কুইক নোট।
‘ওপেন অ্যাপ’ নামেও একটি ফিচার রয়েছে। এটি আইফোনের যে কোনো অ্যাপ সরাসরি লক স্ক্রিন থেকেই চালু করতে দেয়। এমনকি অ্যাপটি কন্ট্রোলে তালিকাভুক্ত না হলেও এটি করতে পারবেন। অ্যাপটি ব্যবহারের জন্য আইফোন আনলক করতে হলেও, এতে বাড়তি ঝামেলা ছাড়া সরাসরি পছন্দের অ্যাপ চালু করার সুযোগ পাবেন ব্যবহারকারী।
লক স্ক্রিন থেকে ‘ওপেন অ্যাপ’ বেছে নিয়ে, নতুন মেনু থেকে ‘চুজ’ অপশন বেছে নিন, এরপর ফোনে থাকা সব অ্যাপ দেখতে পাবেন। মেনু থেকে যে কোনো অ্যাপ বেছে নিতে পারেন, এমনকি গেইমসও, এরপর মেনুর বাইরে একবার চাপুন, সবশেষে ‘ডান’ অপশনে চাপলেই হয়ে যাবে।
এখন থেকে আইফোন লক করলে হয় কোনো কন্ট্রোলই দেখবেন না, বা প্রায়ই ব্যবহারের দরকার হয় এমন কন্ট্রোল দেখতে পারবেন। এ ছাড়া, খুব সহজেই লক স্ক্রিন থেকে চালু করে নিতে পারবেন নিজের পছন্দের যে কোনো অ্যাপ।