Published : 03 Jul 2025, 07:49 PM
ভিডিও তৈরির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত টুল চালু করেছে বাইদু। সেই সঙ্গে সার্চ ফিচারেও বড় পরিবর্তন এনেছে চীনা এই সার্চ জায়ান্টটি।
বুধবার বাণিজ্যিক ভিডিও তৈরির টুলটি চালু করেছে চীনা কোম্পানিটি।
ছবি থেকে ভিডিও তৈরির এ মডেলটির নাম ‘মিউজস্টিমার’। সর্বোচ্চ ১০ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারে এটি। টুলটি ‘টার্বো’, ‘প্রো’ ও ‘লাইট’ নামে তিনটি সংস্করণে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ওপেনএআইয়ের মতো শীর্ষস্থানীয় বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি কেবল চ্যাটবট বানানোর মধ্যেই আটকে না থেকে ‘টেক্সট-টু-ভিডিও’ বা ‘ইমেজ-টু-ভিডিও’ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। চীনেও এ ধরনের মডেল চালু করেছে বাইটড্যান্স, টেনসেন্ট ও আলিবাবা’র মতো প্রযুক্তি জায়ান্টরা।
রয়টার্স লিখেছে, দেশটিতে যেখানে ওপেনএআইয়ের ‘সোরা’সহ অনেক প্রতিদ্বন্দ্বী পণ্য সাধারণ ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে চালু হয়েছে, সেখানে বাইদু’র ‘মিউজস্টিমার’ কেবল বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে কোম্পানিটি। তবে এটিকে এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনো অ্যাপ হিসেবে চালু করেনি বাইদু।
এদিকে, নিজেদের সার্চ ইঞ্জিনেও নানা পরিবর্তন এনেছে চীনা কোম্পানিটি। আর এসব পরিবর্তনের মধ্যে রয়েছে নতুনভাবে ডিজাইন করা সার্চ বক্স, যা এখন আরও বড় ও বিস্তারিত প্রশ্ন নিতে এবং ভয়েস ও ছবি ব্যবহার করে কোনোকিছু সার্চ করার সুবিধা দেবে। পাশাপাশি, নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে এখন আরও বেশি নির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দেখাবে চীনা সার্চ জায়ান্টটি।
বাইটড্যান্সের ‘ডুবাও’ ও টেনসেন্টের ‘ইউয়ানবাও’-এর মতো এআইভিত্তিক চ্যাটবটগুলো দিন দিন আরও জনপ্রিয় হয়ে ওঠছে চীনে, যার কারণে দেশটিতে ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে বাইদু।