Published : 14 Jul 2016, 08:04 PM
বিবিসি জানায়, কাল্পনিক শহর লস সান্টোস-এর প্রেক্ষাপটে গড়ে উঠা গেইমটির পিসি ভার্সনের একটি ফ্রি মোডিফিকেশনে ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি গে ক্লাবে ৪৯ জন হত্যার ঘটনার স্মরণে একটি মিছিল যোগ করা হয়। এই অ্যাড-অনটি সুইডেনের স্টকহোম প্রাইড অনুষ্ঠানের ঠিক আগে আগেই বাজারে ছাড়া হয়েছে। এ অনুষ্ঠানটির আয়োজক ক্রিশ্চিয়ান ভলটারসন বলেন, "ভালোবাসা আর সমতার বার্তাটি সবসময়ই প্রয়োজনীয়।"
অন্যদিকে, এ গেইমটির ধরনের কারণে স্বাভাবিকভাবেই এ ভার্চুয়াল মিছিলে কারও কারও আক্রমণ চালানোর আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোনো কোনো গেইমার। তবে ভ্যালটারসন জানান, এ মিছিলটি এমনভাবে ডিজাইন করা যে এতে অংশ নেওয়া মানুষদের হত্যা করা সম্ভব নয়, ফলে এর পেছনের ‘মূল শান্তির বার্তা ও চিন্তাধারা’ অক্ষুণ্ণ থাকছে।
তিনি বলেন, "আমরা এই মিছিলটিকে অক্ষয় বানিয়েছি। নীতি শেখাতে নয়, বরং এটা দেখাতে, যে ভালোবাসা সবসময়ই ঘৃণাকে জয় করবে। একে বাস্তবে পরিণত করেছেন এমন সব সৃজনশীল ও মেধাবী মানুষদের সঙ্গে কাজ করাটা আসলেই অসাধারণ।"