Published : 10 Aug 2016, 06:56 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস রয়টার্সকে জানিয়েছে, ২২ অগাস্ট অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে এবং সম্ভাব্য প্রার্থীরা অগাস্টের ১৮ তারিখ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
এর আগে 'সিল্ক রোডের' পরিচালক রস উলব্রিচ থাকাকালীন সময়ে জব্দ করা বিটকয়েনগুলোর জন্য জুন ২০১৪ থেকে ২০১৫ এর নভেম্বর পর্যন্ত বড় চারটি নিলামের আয়োজন করা হয়।
মার্শাল সার্ভিসের মতে, উলব্রিচ ফৌজদারি বা প্রশাসনিক অপরাধে জড়িত থাকায় ২৭১৯টি বিটকয়েন বাজেয়াপ্ত করা হয়েছে।
'সিল্ক রোড' ব্যবহার করে অনলাইনে কয়েক লাখ বিটকয়েন আদান-প্রদানের মাধ্যমে মাদক বিক্রির দায়ে ২০১৫ সালের মে মাসে উলব্রিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করন।
মার্শাল সার্ভিস জানায়, সর্বশেষ নিলামে মোট পরিমাণের মাত্র ২.৮ অংশ নিলামে তোলা হয়েছে।
রয়টার্সকে মার্শাল সার্ভিস আরও জানিয়েছে, নিলামে তোলা বিটকয়েনের প্রায় ১২৯৪টি পাওয়া গেছে 'সিল্ক রোড' ব্যবহারকারী ড্রাগ ডিলার ম্যাথিউ গিলামের কাছ থেকে। ২০১৫ সালে তাকে নয় বছরের কারাদণ্ডে দন্দিত করা হয়েছে।
তাছাড়া নিলামের ৬৫টি বিটকয়েন জব্দ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক এজেন্ট কার্ল ফোর্সের কাছ থেকে। 'সিল্ক রোড' এর ব্যাপারে তদন্তের কাজের সময় বিটকয়েন চুরির অপরাধে অক্টোবর মাসে তাকে ৭৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সংস্থাটি আরও জানায়, অন্য ৬৬৪টি বিটকয়েন জব্দ করা হয়েছে শন রবার্সনের কাছ থেকে। অনলাইনে জাল ক্রেডিট ও ডেবিট কার্ড বিক্রি জন্য তাকে ২০১৫ সালের নভেম্বর মাসে প্রায় ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।