Published : 18 Aug 2016, 07:57 PM
ইউসিওয়েব জানিয়েছে, বিডি এক্সপ্রেসের শক্তিশালী অ্যালগরিদমসম্পন্ন নিউজ অ্যাগ্রিগেটর ‘কনটেন্ট সংগ্রহের প্রচলিত উপায় বদলে দেবে’। বিগ ডেটা ‘নিখুঁতভাবে নিউজ পুশিং’ এবং পাঠককে ‘সঠিক সংবাদ’ দিতে সক্ষম। আর এভাবেই সেবাটি ব্যবহারকারীর দৈনন্দিন তথ্য গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে।
ইউসি ব্রাউজারে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য বিডি এক্সপ্রেস চালু হয় ৫ অগাস্ট। এরইমধ্যে বিডি এক্সপ্রেস বাংলাদেশের ১৬ লাখ ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে বলে প্রতিষ্ঠানটির দাবি। বিডি এক্সপ্রেস রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল এবং লেটেস্ট ট্রেন্ডসহ বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করে। এটি একটি বিজ্ঞাপনমুক্ত সেবা, যা ব্যবহারকারীকে দ্রুত স্ট্রিমিং ও ব্রাউজিং অভিজ্ঞতা দেবে। এই অর্জনকে উদযাপন করতে, ইউসিওয়েব বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিদের অংশগ্রহণে একটি ক্যাম্পেইন করবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রচলিত অন্যান্য সংবাদ উৎসের সঙ্গে পার্থক্য করে বাংলাদেশে ইউসি ব্রাউজারের প্রোডাক্ট ম্যানেজার সিহাই ইও বলেন, “ইউসি ব্রাউজারের বিগ ডেটা প্রযুক্তি এবং অ্যালগরিদমের ভিত্তিতে বিডি এক্সপ্রেস কাস্টমাইজড সংবাদ পরিবেশন করে, যা অন্যান্য চিরাচরিত সংবাদ উৎস থেকে সম্পূর্ণ আলাদা। পাশাপাশি ইউসি ব্রাউজার পুশ নোটিফিকেশনের সহায়তায় ব্যবহারকারীরা তাৎক্ষণিক ব্রেকিং নিউজ পাবেন, যা তাদের জন্য আগ্রহজনক।” সিহাই ইও বলেন, “এর অর্থ হল আমাদের ব্যবহারকারীদের কোনো স্প্যাম পেইজ ফিল্টার করার দরকার নেই এবং তারা তাদের চাহিদামতো প্রাসঙ্গিক সংবাদগুলো তাৎক্ষণিকভাবে পাবেন।”
বিডি এক্সপ্রেসের প্রত্যাশা এবং ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে ইউসিওয়েব, আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের বিজনেস ডিরেক্টর অফ ইমার্জিং মার্কেট, হাওয়ার্ড লিয়াং বলেন, "অনন্য সব ফিচারকে ভিত্তি করে ইউসি ব্রাউজার-এর গ্রাহকের মোবাইল ব্রাউজিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশে বিডি এক্সপ্রেস চালু হওয়ার মাধ্যমে ইউসি ব্রাউজারকে কনটেন্ট-এর টুল হিসেবে প্রস্তুত করতে আমাদের জন্য এটি একটি নতুন পদক্ষেপ। ইউসিওয়েব এবং আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কনটেন্ট ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা"।