Published : 07 Nov 2016, 06:42 PM
মোবাইল ফোনের 'ডায়ালার' ফিচার বদলাতে পদক্ষেপ নেওয়ার চার মাসের মাথায় এই মাইলফলক স্পর্শ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্রুকলার-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নামি জারিংহালাম বলেন, "আমরা প্রতিদিনের যোগাযোগ সমস্যা সমাধানে যে সহায়তা করছি তা প্রদর্শনে এটি একটি সাক্ষ্য।"
সেইসঙ্গে ট্রুঅ্যাডস নামের একটি বিজ্ঞাপন সেবা চালু করার কথাও জানিয়েছেন তিনি।
অ্যাপটি আনা নতুন ফিচারগুলোতে রয়েছে- স্মার্ট কল হিস্টোরি- এর মাধ্যমে কল হিস্টোরিতে থাকা অজানা নাম্বারগুলোতে আসল নাম আর ছবি দেখানো হবে, অ্যাভেইলএবিলিটি- এর মাধ্যমে কেউ কল করার আগে যার কাছে কল করছেন তিনি ওই মূহুর্তে 'ফ্রি' আছেন কিনা তা দেখানো হবে, বিল্ট-ইন ডায়ালার- এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ট্রুকলার অ্যাপ থেকেই কল করতে পারবেন।