Published : 21 Nov 2016, 06:29 PM
স্টার্ট-আপ প্রতিষ্ঠানটি যখন বিশ্বের প্রথম কাপড় ভাঁজ করার রোবট উন্মোচনের ঘোষণা দেয় তখন কিছু সমালোচক এটিকে ‘হাস্যকর, তুচ্ছ এবং প্রোকৌশলী কর্মদক্ষতার অপচয়’ বলেছেন। কিন্তু প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক এটিকে অন্য ভাবে দেখছে এবং প্রকল্পে বিনিয়োগ করেছে, জানিয়েছে বিবিসি।
‘লন্ড্রয়েড’ নামের একটি প্রকল্পে ১০ বছর ধরে কাজ করে আসছে দৈনন্দিন জীবনে ব্যবহার্য পণ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সেভেন ড্রিমার্স। প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের তৈরি রোবট ১০ মিনিটে একটি শার্ট ভাঁজ করতে পারবে।
রোবটটির আকার হবে একটি কাপড় রাখার আলমারির সমান। কাপড় ভাঁজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেগুলো একত্র করতে ইমেইজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে রোবটটি।
সেভেন ড্রিমার্স জানায়, বাসস্থানের জীবন পরিবর্তনের জন্য এই রোবটটির দক্ষতা রয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানায়, গড়ে মানুষ তাদের সারা জীবনে নয় হাজার ঘণ্টা বা ৩৭৫ দিন ব্যয় করে কাপড় ভাঁজ করতে। রোবটটি এই সময়টি কমিয়ে আনতে সক্ষম।
প্যানাসনিক বিবিসিকে জানায়, তারা মাত্র ১০ শতাংশ বিনিয়োগ করেছে এবং “একের ভিতর সব’ এমন ডিভাইস ‘মূল্যায়নের জন্য অনুদান’ ছিল, যে ডিভাইস কাপড় ধৌত এবং শুকাতে পারবে।”
২০১৯ সালে পণ্যটি উন্মোচন করার কথা রয়েছে। তবে, এটির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি বলে জানানো হয়।