Published : 25 Nov 2016, 01:26 PM
বৃহস্পতিবারের এক বিবৃতির বরাতে ব্লুমবার্গ জানায়, শীঘ্রই যুক্তরাজ্যের ন্যাশনাল কলেজ অফ সাইবার সিকিউরিটি’র আওতায় চালু হবে এটি।
২০১৮ সালে নতুন ক্যাম্পাসে কাজ শুরু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি, দেশটির সাইবার নিরাপত্তা খাতের জ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন পরিষদ কুফারো এক ঘোষণায় এমনটা জানিয়েছে। সাইবার নিরাপত্তা খাতে পাঁচ কোটি পাউন্ডের উদ্ভাবনী তহবিল চালুরও আশা করছে এই পরিষদ। নতুন এই কলেজ হবে ১৬ থেকে ১৯ বছর বয়সীদের বোর্ডিং স্কুল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্লেচলি পার্ক ব্রিটেনের কোডব্রেকারদের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল লন্ডন থেকে ৫০ মাইল উত্তরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে কাজ করেন অ্যালান টিউরিং, যিনি জার্মান ইলেক্ট্রো- মেকানিক্যাল এনক্রিপশন মেশিন এনিগমা আর লরেঞ্জ সেইফার-এর কোড ভেঙ্গেছিলেন। এর মাধ্যমে কমে যায় যুদ্ধের সময়। এই দুইটি যন্ত্র জার্মান সেনাবাহিনী ক্রিপ্টোগ্রাফির জন্য ব্যবহার করত।
সম্প্রতি টেসকো ব্যাংক, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান থ্রি ও টকটক-এর মতো প্রতিষ্ঠানের হ্যাক হওয়ার ঘটনায় জনগণের সাইবার নিরাপত্তা বাড়াতে বড় পরিসরে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দেশটির আইনপ্রণেতারা।
ওই পরিষদের নির্বাহী পরিচালক আর সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ইউ.কে.-এর প্রধান নির্বাহী স্টিফেনি ড্যামান বলেন, “সাইবার নিরাপত্তা খাতে দক্ষতার উল্লেখযোগ্য ঘাটতি আছে।”