Published : 23 Dec 2016, 08:00 PM
ট্রেইলারে সাউন্ড ইফেক্টস বাদ দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স, জানিয়েছে বিবিসি। যার ফলে সেখানে টম ক্রুজ এবং তার সহ-অভিনেত্রী অ্যানাবেল ওয়ালিস-এর চিৎকার ও হিসহিস শব্দ শোনা গেছে।
আসলে ছবিতে তাদের চিৎকার প্লেনের শব্দ, বিস্ফোরণ এবং বন্দুকের গুলির শব্দের মধ্যে শোনা যাওয়ার কথা। কিন্তু এই সাউন্ড ইফেক্ট ছাড়াই ট্রেইলার আপলোড করা হয়।
আইম্যাক্স এবং ইউনিভার্সাল পিকচার্স ভুল বুঝতে পেরে ইউটিউব থেকে তা সরিয়ে নেয়। কিন্তু তার আগেই অনেকে ট্রেইলারটি ডাউনলোড করে রাখেন। এরপরই টম ক্রুজের চিৎকারকে রিংটোন হিসেবে ছড়িয়ে দেওয়া হয়।
মুভিটির ভিডিও এডিটর ক্রিস পার্সন ট্রেইলার থেকে মিউজিক বাদ দিয়েছেন এবং টুইটারে পোস্ট করা এক ভিডিওতে চিৎকারকে আরও প্রাণবন্ত করে তোলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
বর্তমানে ‘টম ইয়েল’ নামে পাঁচ সেকেন্ডের রিংটোনটি নিউজ শেয়ারিং কমিউনিটি রেডিট-এ ড্রপবক্স-এর মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে।
সামনের বছর ৯ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।