Published : 10 Mar 2017, 01:13 PM
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস বা আরসিএস’ নামে এসএমএস-এর একটি উন্নত সংস্করণ চালু করেছে গুগল। এ সেবা দেওয়ার লক্ষ্যে ‘অ্যান্ড্রয়েড মেসেজেস’ নামের ডিফল্ট মেসেজিং অ্যাপও চালু করছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনে ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে অ্যান্ড্রয়েড মেসেজেস যুক্ত করতে এবং আরসিএস সেবা সবার জন্য সহজলভ্য করতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল অপারেটরদের সঙ্গে ইতোমধ্যেই কাজ শুরু করেছে গুগল। বাংলাদেশের স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি’র সঙ্গে এ বিষয়ে কাজ করবে গুগল, সিম্ফনি’র নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
সিম্ফনির নতুন গ্রাহকরা কিছু কিছু স্মার্টফোনে কিছুদিনের মধ্যেই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে এডিসন গ্রুপ।