Published : 04 Sep 2017, 08:08 PM
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও বর্তমানে এইচপিই সফটওয়্যার-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপন ক্রিস সু মাইক্রো ফোকাস-এর প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছেন, খবর আইএএনএস-এর।
এক বিবৃতিতে সু বলেন, “আমরা একসঙ্গে প্রযুক্তির একটি শক্তিশালী সমন্বয় ও এন্টারপ্রাইজ খাতে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন আনতে অনন্য অবস্থান নিতে যাচ্ছি।”
মাইক্রো ফোকাস সফটওয়্যার তৈরি, বিক্রি ও বিক্রোয়ত্তর সেবা দিয়ে থাকে। এটি বিশ্বমানের এন্টারপ্রাইজভিত্তিক সফটওয়্যার সমাধান দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মাইক্রো ফোকাস-এর নির্বাহী চেয়ারম্যান কেভিন লুজমোর বলেন, “আমাদের গ্রাহকরা যাতে বর্তমান আইটি বিনিয়োগের সর্বোচ্চ মূল্য পায় আর আগের ও নতুন প্রযুক্তিগুলোর মধ্যে সংযোগ করতে পারে, সেজন্য আমরা আমাদের সফটওয়্যার সম্পদগুলো একত্র করেছি। এর ফলে আমাদের বিনিয়োগকারীদের উচ্চ মূল্য দেওয়া যাবে ও আমাদের গ্রাহকদেরও বিস্তৃত সমাধান দেওয়া যাবে।”