Published : 30 Apr 2018, 05:27 PM
এবারের পরীক্ষায় ক্রু ক্যাপসিউলে মহাকাশে ‘ম্যানিকুইন স্কাইওয়াকার’ নামের পুতুল পাঠিয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোসের মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।
রোববারের উৎক্ষেপণের পর পরীক্ষামূলকভাবে অষ্টমবারের মতো মহাকাশ যাত্রা করলো নিউ শেফার্ড। সামনের কয়েক মাসে মধ্যে এই ব্যবস্থায় যাত্রী নিয়ে সাবঅরবিটাল অভিযান পরিচালনার প্রত্যাশা করছে ব্লু অরিজিন। এই যাত্রায় অংশ নিতে অর্থ দিতে হবে যাত্রীদের।
যে অভিযানে কোনো মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ সীমার মধ্যেই অবস্থান করে এবং পৃথিবীকে আবর্তন না করেই ভূপৃষ্ঠে ফিরে আসে তাকে সাবঅরবিটাল অভিযান বলা হয়।
অষ্টম পরীক্ষায় সাড়ে তিন লাখ ফুট উঁচুতে পৌঁছে নিউ শেফার্ড যা আগের পরীক্ষার চেয়ে পাঁচ শতাংশ বেশি। এই উচ্চতায় রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে আন্তর্জাতিকভাবে অনুমিত সীমাকে ছাড়িয়ে গেছে। এই সীমাকে বলা হয় কারমান লাইন।
ব্লু অরিজিনের উৎক্ষেপণ সম্প্রচারকারী প্রতিষ্ঠান অ্যারিয়েন করনেল জানায়, “লক্ষ্য ছিল ব্যবস্থাটি আরেকটু কঠিনভাবে পরীক্ষা করা।” ব্লু অরিজিনের ব্যবসায়িক উন্নয়নের জন্যও কাজ করে থাকে অ্যারিয়েন করনেল।
রোববার সকালে উৎক্ষেপনের কথা থাকলেও আবহাওয়া এবং অন্যান্য জটিলতার কারণে তিন ঘন্টা পর রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১২.০৬ টায় রকেটটি উৎক্ষেপণ করে ব্লু অরিজিন।