Published : 01 Jul 2018, 09:47 PM
প্রায় সময়ই স্মার্টফোনগুলো হাত থেকে পড়ে ভাঙ্গতে দেখা যায়। এ ধরনের ঘটনায় সময়, অর্থ এবং চাপ এড়ানোর উপায় বের করেছেন ফ্রেনজেল। গ্রাহকের স্মার্টফোনের সুরক্ষায় মোবাইল এয়ারব্যাগ কেইস বানিয়েছেন তিনি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ডিভাইসে কেইস লাগানো থাকলে স্মার্টফোনটি মুক্তভাবে পড়ছে কিনা তা শনাক্ত করে ডিভাইসের চারদিক থেকে বাঁকানো আটটি ধাতব পাত বের হয়। ফলে নিচে পড়লেও ডিভাসটি সুরক্ষিত থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
কেইসটি বানানোর জন্য জার্মান মেকাট্রনিকস সোসাইটির কাছ থেকে পুরস্কার পেয়েছেন জার্মানির অ্যালেন ইউনিভার্সিটির শিক্ষার্থী ফ্রেনজেল। জার্মান প্রকাশনা প্রিভিউ অনলাইনের তথ্যানুসারে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পিটার মেয়ারের সঙ্গে সামনের মাসে কেইসটির কিকস্টার্টার চালু করবেন ফ্রেনজেল।
ধারণা করা হচ্ছে উন্নত নকশার এই পণ্য বা এধরনের পণ্য বাজারে আসলে নিঃসন্দেহে এটি মানুষের শত শত ডলার বাঁচাবে, যা ডিভাইস সারাতে খরচ হয়।