Published : 31 Oct 2018, 05:01 PM
নতুন এই ম্যাকবুক এয়ারে আনা হয়েছে ১৩.৩ ইঞ্চির রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লের রঙ আগের ম্যাকবুক এয়ারগুলোর তুলনায় আরও উন্নত ও এর বেজেল আরও সরু বলে প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার
ল্যাপটপটিতে যোগ করা হয়েছে তৃতীয় প্রজন্মের বাটারফ্লাই কিবোর্ড, রয়েছে আলাদা আলাদা কি হাইলাইট। কিবোর্ডের নিচে রাখা হয়েছে একটি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড, আগের ম্যাকবুক এয়ারের তুলনায় এই ট্র্যাকপ্যাড ২০ শতাংশ বেশি বড় বলে জানিয়েছে অ্যাপল।
৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার
এই ডিভাইসটিতে রাখা হয়েছে দুটি ইউএসবি-সি/থান্ডারবোল্ট ৩ পোর্ট, অনেকটা অ্যাপলের সাম্প্রতিক ম্যাকবুক প্রো সিরিজের মতো। এতে রয়েছে একটি হেডফোন জ্যাকও।
৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার
নতুন ম্যাকবুক এয়ার-এর ব্যাটারি একবার পুরো চার্জ দিলে তা দিয়ে টানা ১৩ ঘণ্টা আইটিউন্স মুভি চালানো যাবে বলেই ভাষ্য অ্যাপলের।
৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার
সিলভার, স্পেস গ্রে, রোজ গোল্ড রঙে আসা এই ম্যাকবুকের দাম শুরু হচ্ছে ১১৯৯ ডলার থেকে। মঙ্গলবার থেকে এর জন্য প্রি-অর্ডার দেওয়া যাবে আর ৭ নভেম্বর থেকে এটি বাজারে পাওয়া যাবে।