Published : 01 Oct 2019, 03:25 PM
৬৩ বছর বয়স্ক সং জিয়াং নামে এক ব্যাক্তিকে নারী ও শিশু পাচার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০০২ সালে তিনি জেল থেকে পালিয়ে যান। এর পর থেকেই কারো সঙ্গে তার কোনোরকম যোগাযোগ ছিল না।
ছবি- ইয়ংশান পুলিশ বিভাগ
ওই অভিযানেও তারা ব্যার্থ হয়। অবশেষে কর্তৃপক্ষ থেকে পুলিশকে ড্রোন দেয়া হয় অনুসন্ধানে সহায়তা করার জন্য।
সেই ড্রোনের সহায়তায় একটি খুঁজে পাওয়া সম্ভব হয় যেখানে পাহাড়ের গায়ে নীল রং এর টিনের চাল আটকানো। তার সামনে রয়েছে ঘরের কাজের আবর্জনা। এর পর পুলিশ হেঁটে সেই স্থানে অভিযান চালিয়ে গুহার ভেতর থেকে সংকে গ্রেপ্তার করে।
ছবি- ইয়ংশান পুলিশ বিভাগ
পুলিশী তদন্তে পাওয়া গেছে, সং সেখানে প্লাস্টিকের বোতলে করে নদী থেকে পানি নিয়ে আসতেন পান করার জন্য আর গাছের ডালপালা দিয়ে গুহার ভেতরে আগুন জ্বালাতেন।
তাকে আবারো জেলে পাঠানো হয়েছে।