Published : 31 Aug 2020, 08:12 PM
গুগলের আর্টস অ্যান্ড কালচার সাইটে উচ্চ-রেজুলিউশানের ছবি যোগ করে এবার হোয়াইট হাউস, ব্রিটিশ লাইব্রেরি এবং অন্যান্যদের কাতারে যুক্ত হয়েছে এই লাইব্রেরি।
বিবিসি’র প্রতিবেদন বলছে, সবচেয়ে পুরানো লিখিত শিল্পকলাও রয়েছে গ্যালারিতে। মাটির তৈরি এই শিল্পকলাটি চার হাজার বছর পুরানো।
খৃষ্টপূর্ব ২২০০ সময়ের দিকে সুমেরিয়ান লেখকের লেখা একটি মাটির শিল্পকলা
কেমব্রিজের লাইব্রেরিয়ান ড. জেসিকা গার্ডনার বলেন, “এই মূহুর্তে কম মানুষই যাতায়াত করতে পারছেন, গুগলের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব বিশ্বজুড়ে লাখো অনুসন্ধানী ব্যক্তির কাছে লাইব্রেরিকে পৌঁছে দেওয়ার একটি যথার্থ উদাহরণ।”
১৭ শতাব্দিতে স্বর্গের বিভিন্ন বিষয়আসয় নিয়ে আঁকা পৃথিবীর মানচিত্র
গুগল বলছে, “আমাদের লক্ষ্য বিশ্বের শিল্প ও সংস্কৃতিকে অনলাইনে নিয়ে আসা এবং সংরক্ষণ করা, যাতে যে কেউ যে কোনো স্থান থেকে এতে প্রবেশ করতে পারেন।”
ডাউবান কৌশলে প্রিন্ট করা শুরুর দিকের একটি চীনা বই
বলা হয়, ১৭২০ সাল থেকে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত সব বই, উপন্যাস এবং শিশু সাহিত্যের কপি রয়েছে এই লাইব্রেরিতে।