Published : 23 Aug 2021, 09:38 PM
সরাসরি গাড়ির ড্যাশবোর্ড থেকে ফোনে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য বেশি পরিচিত অ্যান্ড্রয়েড অটো। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে ফোন হাতে না নিয়েই গুগল ম্যাপস, মিউজিক অ্যাপ এবং ডেটায় প্রবেশাধিকার পেতেন।
গাড়ির ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন ব্যবহারকারীদের জন্য পরবর্তীতে ‘স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ’ হিসেবে অ্যান্ড্রয়েড অটো বাজারজাত করেছিলো গুগল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড অটোর বদলি হিসেবে কাজ করবে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড’।
৯টু৫ গুগলকে দেওয়া এক বিবৃতিতে পরিকল্পনাটি নিশ্চিত করেছে মার্কিন সার্চ জায়ান্ট। ওই বিবৃতিতে গুগল বলছে, “মোবাইল চালনা অভিজ্ঞতায় আমাদের পরবর্তী বিবর্তন হলো গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড।”
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, “সমর্থিত গাড়িতে যারা অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করেন সে সব ব্যক্তির জন্য সেবাটি চলে যাচ্ছে না। যারা এটি ফোনে ব্যবহার করেন (অ্যান্ড্রয়েড অটো মোবাইল অ্যাপ), তাদেরকে গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডে স্থানান্তর করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ১২ থেকে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড’ বিল্ট-ইন মোবাইল চালনা অভিজ্ঞতা হিসেবে থাকবে। এই মুহূর্তে আমাদের এর বেশি আর কিছু জানানোর নেই।”
গুগল এই পরিবর্তনের ব্যাপারে নিশ্চিত করার আগেই অ্যান্ড্রয়েড ১২ চালিত পিক্সেল ফোনের ব্যবহারকারীরা নোটিফিকেশন পেয়েছেন বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। অ্যান্ড্রয়েড অটো চালাতে চাইলেই ওই নোটিফিকেশন পাঠাচ্ছিলো গুগল।
নোটিফিকেশনে লেখা ছিলো, অ্যান্ড্রয়েড অটো এখন “শুধু গাড়ির স্ক্রিনের জন্য”। এ ছাড়াও ‘গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ওই নোটিফিকেশনে।
এনগ্যাজেট আরও জানিয়েছে, ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২-তে আপগ্রেড না করলে আপাতত অ্যান্ড্রয়েড অটো চালাতে পারবেন আগ্রহীরা।