Published : 14 Sep 2021, 07:08 PM
তবে, নতুন প্রতিষ্ঠানের ঘোষণার বাইরে এর কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত এখনও জানাননি ওজনিয়াক। ইউটিউবে প্রকাশিত এক টিজার বলছে, প্রাইভেটিয়ার স্পেসের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ওজনিয়াকের সঙ্গে আছেন সাবেক অ্যাপল প্রকৌশলী অ্যালেক্স ফিল্ডিং।
ফিল্ডিং ও ওজনিয়াক যুগলের প্রথম ব্যবসায়িক উদ্যোগ নয় এটি। এর আগে ২০০২ সালে ‘হুইলস অফ জিউস’ (ওজ) নামের এক প্রতিষ্ঠান শুরু করেছিলেন তারা। সেটির কাজ ছিলো জিপিএস স্মার্ট ট্যাগ বানানো। ২০০৬ সালে এসে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।
পরে রোবোটিক্স স্টার্টআপ ‘রিপকর্ড নেটওয়ার্কস’ প্রতিষ্ঠা করেন ফিল্ডিং। এক পর্যায়ে রিপকর্ড নেটওয়ার্কসের পরিচালনা পর্ষদেও ছিলেন ওজনিয়াক।
প্রাইভেটিয়ার নিজেদের ওয়েবসাইটে লিখে রেখেছে, মাউই, হাওয়াইতে অনুষ্ঠিতব্য ‘এএমওএস’ প্রযুক্তি সম্মেলনে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সেপ্টেম্বর ১৪ থেকে শুরু হওয়ার কথা রয়েছে সম্মেলনটির।
উল্লেখ্য, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ওজনিয়াক যে খাতে প্রবেশ করছেন, তাতে আগে থেকেই আধিপত্য বিস্তারী অবস্থানে রয়েছে ইলন মাস্ক ও জেফ বেজোসের মতো শতকোটিপতিদের প্রতিষ্ঠান।