Published : 03 Oct 2021, 05:19 PM
১ অক্টোবর শুরু হয়েছিলো ৪৮ ঘণ্টার হ্যাকাথন। বাংলাদেশে স্থানীয় প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প জমা পড়েছিলো।
ছবি: বেসিস
ছবি: বেসিস
৫ অক্টোবর বিকাল ৪টায় এক অনলাইন আয়োজনে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১’ এর স্থানীয় প্রতিযোগিতার পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে আয়োজক বেসিস। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হওয়ার কথা বললেও এর দিনক্ষণ নিয়ে এখনও কোনো তথ্য মেলেনি।