Published : 17 Jan 2022, 03:27 PM
আসন্ন গ্যালাক্সি এস৮ লাইনআপে প্রথমবারের মতো ‘আল্ট্রা’ মডেল যোগ হওয়ার খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিউচার। সাইটটি বলছে, আসন্ন এস৮ লাইনআপে যোগ হবে আরো দুটি মডেল, ‘বেইজ মডেল’ ট্যাব এস৮ এবং মাঝারি দামের এস৮ প্লাস।
উইনফিউচারের দাবি, ফ্ল্যাগশিপ ‘আল্ট্রা’ মডেলটিতে থাকতে পারে ২৯৬০ বাই ১৮৪৮ পিক্সেলের ১৪.৬ ইঞ্চির ডিসপ্লে, এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এ ছাড়াও ১২ মেগাপিক্সেল ক্যামেরাবাহী ‘নচ’ থাকবে ট্যাবটিকে। অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ১৬ জিবি র্যাম এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা, ব্যাটারি হবে ১১ হাজার ২০০এমএইচ।
এস৮ আল্ট্রার তুলনায় এস৮ প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে কিছুটা ছোট হতে পারে বলে জানিয়েছে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। সম্ভবত ২৮০০ বাই ১৭৫২ পিক্সেলের ডিসপ্লে থাকবে এস৮ প্লাসে। উইনফিউচার বলছে, কোনো নচ থাকবে না এস৮ প্লাসে, ব্যাটারি ক্ষমতা হবে ১০ হাজার ৯০ এমএএইচ।
আসন্ন এস৮ লাইনআপের সবচেয়ে ছোট এবং সাশ্রয়ী মডেলটিকে বলা হচ্ছে এস৮-এর ‘বেইজ মডেল’ । বাজারের গুজব বলছে, ২৫৬০ বাই ১৬০০ পিক্সেলের ১১ ইঞ্চির এলটিপিএস টিএফটি ডিসপ্লে থাকবে এতে। নচ থাকার সম্ভাবনা নেই এটিতে, থাকবে আট হাজার এমএএইচ ব্যাটারি।
এস৮ আল্ট্রার তুলনায় বাকি দুটি মডেল যন্ত্রাংশ বিবেচনায় ‘দুর্বল’ বলে জানিয়েছে ভার্জ। এস৮ এবং এস৮ প্লাসে সর্বোচ্চ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি’র স্টোরেজ সুবিধা থাকতে পারে বলে জানিয়েছে সাইটটি।
উইনফিউচারের দেওয়া তথ্য অনুযায়ী, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ এবং অ্যাড্রিনো ৭৩০ জিপিইউ থাকতে পারে নতুন লাইনআপে। সবগুলো মডেলেই থাকবে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পেছনে থাকবে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ৬ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গল ক্যামেরা। এ ছাড়াও ডিসেপ্লর নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এস-পেন, ৫জি সংযোগ এবং চারটি ডলবি অ্যাটমস স্পিকার থাকবে ডিভাইসগুলোতে।
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্টে অথবা, ২৮ ফেব্রুয়ারির ‘মোবাইল ওয়ার্ল্ড কনফারেন্সে (এমডব্লিউসি) ডিভাইসগুলো উন্মোচন করবে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট।
স্যামসাং শেষবার নিজস্ব ট্যাব লাইনআপে নতুন ডিভাইস যোগ করেছিল ২০২০ সালে। সেবার কেবল ট্যাব এস৭ এবং ট্যাব এস৭ প্লাস উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।