Published : 03 Feb 2022, 04:55 PM
গেইমটির টুইটার অ্যাকাউন্টে মুক্তির সময় ২০২২ উল্লেখ থাকলেও বিপরীতমুখী তথ্য মিলছে ব্লুমবার্গের প্রতিবেদন থেকে। ‘ওয়ার্নার মিডিয়া’র প্রধান নির্বাহীর টুইট বিশ্লেষণ করে বাণিজ্য প্রকাশনাটি বলছে, সম্ভবত ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গেইমটির জন্য। ওই টুইটে ২০২২ সালে যে গেইমগুলো বাজারজাত করা হবে তার তালিকা দিয়েছেন ওয়ার্নার মিডিয়ার প্রধান নির্বাহী, আর তাতে নেই ‘সুইসাইড স্কোয়াড’।
‘সুইসাইড স্কোয়াড: কিল দ্য জাস্টিস লিগ’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টেডি’। ব্যাটম্যান সিরিজের ‘আর্কহাম অ্যাসাইলাম’, ‘আর্কহাম সিটি’ এবং ‘আর্কহাম নাইট’-এর মতো জনপ্রিয় গেইমের নির্মাতা হিসেবে আলাদা পরিচিতি আছে প্রতিষ্ঠানটির।
গেইমটির অভিষেকের বেলায় এই হঠাৎ বিলম্ব ‘কিছুটা অদ্ভুত’ বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে এর প্রথম গেইমপ্লে ট্রেইলার। ট্রেইলার দেখে গেইমটির মুক্তির জন্য প্রস্তুতির শেষ পর্যায়ে বলেই ধরে নিয়েছিলেন গেইমাররা।
তবে, প্রযুক্তি শিল্পের অন্য খাতগুলোর মতো মহামারীর বিরূপ প্রভাব পড়েছে গেইমিং খাতেও। বড় বাজেটের প্রায় সবগুলো ভিডিও গেইমের মুক্তির দিন পিছিয়েছে অন্তত একবার করে।
সুইসাইড স্কোয়াডের প্রকাশক ‘ওয়ার্নার ব্রাদার্স’-এর পুরো বছরে বড় বাজেটের একটি গেইমও বাজারজাত না করার আশঙ্কা কম বলে মন্তব্য করেছে ভার্জ। ২০২২ সালেই বাজারে আসার কথা রয়েছে ‘গথাম নাইটস’-এর। ‘সুইসাইড স্কোয়াড’-এর মতো এই গেইমটির পটভূমিও গড়ে উঠেছে ডিসি ইউনিভার্সে।
চলতি বছরে ‘হগওয়ার্টস লেগেসি’ গেইমটিও বাজারজাত করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির। বিভিন্ন কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে এই গেইমটিও।
এই প্রসঙ্গে ভার্জের পক্ষ্য থেকে ওয়ার্নার ব্রাদার্সের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও মেলেনি কোনো তাৎক্ষণিক উত্তর।