Published : 24 Sep 2024, 02:30 PM
চীনকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে তাইওয়ানের সামরিক বাহিনী সমর্থিত হ্যাকার দল ‘অ্যাননিমাস ৬৪’-এর বিরুদ্ধে।
সোমবার চীনের জনগণকে এমন ‘অ্যান্টি-প্রোপাগান্ডা’ নাশকতার বিরুদ্ধে রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এইসব অভিযোগ নাকচ করে বলছে, চীন নিজেই সাইবার আক্রমণ ও সামরিক হয়রানির মাধ্যমে অশান্তি ছড়াচ্ছে।
এ বছরের শুরু থেকেই অ্যাননিমাস ৬৪’কে তাইওয়ানের সাইবার যুদ্ধ শাখার অংশ বলে আখ্যা দিয়ে আসছে চীনের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়, যেখানে তারা দলটির ওয়েবসাইটে চীনের মূল ভূখণ্ডের রাজনৈতিক ব্যবস্থা ও প্রধান নীতিমালা নিয়ে কটাক্ষ করা বিভিন্ন কনটেন্ট আপলোড ও সম্প্রচারের অভিযোগ তুলেছে।
তাইওয়ান ক্রমাগতই বিভিন্ন চীনা হ্যাকার দলের অনলাইনে ভুল তথ্য ছড়ানোর ও গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপের ওপর সাইবার আক্রমণ চালানোর অভিযোগ তুলে আসছে। চীনের দাবি, তাইওয়ান সার্বভৌমত্ব রাষ্ট্র নয়। এমনকি গত পাঁচ বছরে এ দাবির পক্ষে সামরিক ও রাজনৈতিক চাপও বাড়িয়েছে দেশটি।
এর বিপরীতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ইনফর্মেশন, কমিউনিকেশন অ্যান্ড ইলেট্রনিক ফোর্স কমান্ড’ শাখা বলেছে, চীনের এমন দাবি অবান্তর।
“বর্তমানে শত্রুপক্ষের পরিস্থিতি ও সাইবার হুমকির খুবই ভয়াবহ,” এক বিবৃতিতে বলেছে শাখাটি।
“কমিউনিস্ট চীনের সামরিক বাহিনী ও এর সঙ্গে সমন্বয়কারী বাহিনী তাইওয়ানকে হয়রানি করতে যুদ্ধবিমান, জাহাজের ব্যবহার ও সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। আর এটি আঞ্চলিক শান্তিকেও বিনষ্ট করছে।”
হ্যাকার দলটি কোথাকার বা তারা কী আসলেই এমন সাইবার হামলা চালিয়েছে কি না, সে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।