Published : 28 Nov 2024, 05:36 PM
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা বাসভবন ‘মার-আ-লাগো’তে নৈশভোজ করেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।
“আমেরিকান উদ্ভাবনের ভবিষ্যৎ চিন্তা করার এটাই মোক্ষম সময়,” বুধবারের এ সাক্ষাৎ সম্পর্কে প্রযুক্তি সাইট ভার্জকে বলেছেন মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন।
“প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে আমন্ত্রণ পেয়ে মার্ক কৃতজ্ঞ, যেখানে ট্রাম্পের আসন্ন প্রশাসনের সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছেন তিনি।”
এ দুই মহারথি কী বিষয়ে আলোচনা করেছেন, তা পরিষ্কার নয়। তবে, তাদের এ বৈঠক থেকে ইঙ্গিত মেলে, ট্রাম্প সম্ভবত জাকারবার্গের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি কিছুটা শিথিল করেছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ফেইসবুকের ভূমিকা নিয়ে তিনি বলেছিলেন, জাকারবার্গকে কারাগারে পাঠানো উচিৎ।
অন্যদিকে, এ বছর জাকারবার্গও নিজে থেকেই রাজনীতির সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন। তবে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, “এটি আমার জীবনে দেখা অন্যতম ‘জঘন্য’ ঘটনা।”
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাকে স্বাগত জানিয়েছেন অনেক প্রযুক্তি সিইও, যে তালিকায় ছিলেন জাকারবার্গ নিজেও।
সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে তিনি বলেন, আমি আপনার ও আপনার প্রশাসনের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।