Published : 10 Jun 2025, 04:50 PM
আগামী বসন্তে লন্ডনে রোবোট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু করবে উবার। এ ধরনের গাড়িতে স্টিয়ারিংয়ে কোনো মানব চালক থাকেন না। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে এগুলো।
এ প্রকল্পে যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ‘ওয়েভ’-এর সঙ্গে কাজ করছে রাইড-হেইলিং অ্যাপটি, যা দেশটির বর্তমান আইন মেনে শহরের রাস্তায় মানুষের তত্ত্বাবধানে প্রযুক্তিটি নিয়ে পরীক্ষা করছে।
যুক্তরাজ্যের সরকার চালকবিহীন গাড়ি সংক্রান্ত নিয়মকানুন আরও একবার পরিবর্তনের পর এমন ঘোষণা এল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
উবারের লক্ষ্য ছিল, ২০২৬ সালের মধ্যে এ প্রযুক্তিটি ব্রিটিশ রাস্তায় নিয়ে আসা। তারপর সেই তারিখ পরিবর্তন করে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে করেছিল কোম্পানিটি।
তবে এখন তারা বলছে, ছোট আকারের স্বয়ংক্রিয় ‘বাস ও ট্যাক্সির মতো’ বাণিজ্যিক বিভিন্ন পরিষেবা আগে থেকেই চালু করার জন্য একটি কাঠামো নিয়ে আসছে তারা।
উবারের এ পরীক্ষামূলক পরিষেবাতে বিভিন্ন গাড়ি গ্রাহকদের ব্যবহারের জন্য পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কোম্পানিটি বলেছে, এখনও বিস্তারিত নানা বিষয় কাজ করছে তারা।
এর আগে উবার বলেছিল, যুক্তরাজ্যের আইনে অনুমতি মেলার সঙ্গে সঙ্গেই নিজেদের অ্যাপে এসব চালকবিহীন ট্যাক্সিকে নিয়মিত অপশন হিসেবে যোগ করার লক্ষ্য রয়েছে তাদের।
যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ২০৩৫ সালের মধ্যে ৩৮ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশটির অর্থনীতিতে চার হাজার দুইশো কোটি পাউন্ড যোগ করতে পারে এই শিল্প।
গত মাসে দেশটির ‘গ্যাস, মিডিয়া অ্যান্ড বিল্ডিং’ বা জিএমবি’র জাতীয় সম্পাদক অ্যান্ডি প্রেন্ডারগাস্ট বলেছেন, চালকবিহীন গাড়ি ও ট্যাক্সির ‘গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব’ বিশেষ করে বেকারত্ব সম্পর্কেও ভালোভাবে ভেবে দেখা উচিত।
মার্চে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে রোবোট্যাক্সি বা চালকবিহীন ট্যাক্সি পরিষেবা চালু করেছে উবার। তারা বলেছে, দিনে ২০ ঘণ্টা ও সপ্তাহের সাত দিনই কাজ করবে তাদের এসব চালকবিহীন গাড়ি।
সেখানকার গ্রাহকরা চাইলে খালি রয়েছে এমন রোবোট্যাক্সি নিতে পারেন। এর জন্য কোনো বাড়তি ভাড়া দিতে হবে না তাদের। জুন মাসে একই শহরে নিজেদের নিজস্ব চালকবিহীন ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা করছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলাও।
চীন, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো অন্যান্য দেশেও চালকবিহীন গাড়ি হাজার হাজার কিমি রাস্তা পাড়ি দিচ্ছে। তবে, সেগুলো মানুষের চালানো গাড়ির চেয়ে বেশি নিরাপদ নাকি কম, তা এখনও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
যুক্তরাষ্ট্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মানুষের চালানো গাড়ির চেয়ে চালকবিহীন গাড়ি কম দুর্ঘটনা ঘটায়।
তবে, যেসব দেশে রোবোট্যাক্সি চলে সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে যাত্রী আটকে যাওয়ার মতো ঘটনাও।
এর আগে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে একটি রোবোট্যাক্সি পরিষেবা কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।