Published : 17 Aug 2024, 05:36 PM
১২ বছরের আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর বিলুপ্ত ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড-এর প্রতিষ্ঠাতা ও ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকমকে নিউ জিল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
বর্তমানে নিউ জিল্যান্ডে বসবাস করছেন জার্মান বংশোদ্ভূত কিম ডটকম। ২০১২ সালে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে ‘মেগাআপলোড’ বন্ধ করে দেয় মার্কিন আদালত। অবৈধভাবে মুভি ডাউনলোড করার প্লাটফর্ম হিসেবে সাইটটি ব্যবহৃত হচ্ছে ও এতে প্রচুর আর্থিক ক্ষতির অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মেগাআপলোড-এর মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘন আর মুদ্রাপাচারের অভিযোগে সাইটটির নির্মাতা কিম-কে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে কিনা– এ নিয়ে নিউ জিল্যান্ডের অকল্যান্ডে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, মেগাআপলোড-এর প্রধান ডটকম (জন্মসূত্রে নাম কিম স্মিটজ) এবং আরও তিন নির্বাহী মিলে ফিল্ম স্টুডিও ও বিভিন্ন রেকর্ডিং কোম্পানির ৫০ কোটি ডলারেরও বেশি ক্ষতি করেছে কেবল কপিরাইট কনটেন্ট সংরক্ষণ ও শেয়ার করে৷
কপিরাইটেড কনটেন্ট বিলি করার মাধ্যমে ওয়েবসাইটটির ১৭ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি আয় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ডটকম বলেছেন, “ব্যবহারকারীরা মেগাআপলোড-এ যা আপলোড করেছেন তার জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আজ্ঞাবহ উপনিবেশ আমাকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।”
হস্তান্তরের বিষয়টি শেয়ার করে ডটকম লিখেছেন, “থুক্কু! চিন্তা করবেন না, পরিকল্পনা আমারও আছে।”
ডটকমকে হস্তান্তরের আদেশে নিউ জিল্যান্ডের বিচারমন্ত্রী পল গোল্ডস্মিথ স্বাক্ষর করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
“আমি সব ধরনের তথ্য যত্নসহকারে বিবেচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, বিচারের মুখোমুখি হওয়ার জন্য ডটকমকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আত্মসমর্পণ করা উচিত।” - বিবৃতিতে বলেছেন গোল্ডস্মিথ।
“প্রচলিত রীতি অনুযায়ী ডটকমকে আমার সিদ্ধান্ত বিবেচনা করতে ও পরামর্শ নেওয়ার জন্য স্বল্প সময়ের জন্য সময় বেঁধে দিয়েছি। তাই এই পর্যায়ে এ নিয়ে আমি আর কোনও মন্তব্য করব না।”
২০১২ সালে ডটকমের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন মেগাআপলোড-এর প্রধান মার্কেটিং কর্মকর্তা ফিন বাটাটো, সহ-প্রতিষ্ঠাতা ম্যাথিয়াস অর্টম্যান ও নির্বাহী ব্রাম ভ্যান ডার কোলক।
এ মামলার চুক্তিতে দেখা যায়, নিউ জিল্যান্ডের আদালত ২০২৩ সালে কারাদণ্ড দিয়েছে অর্টম্যান ও ভ্যান ডার কোলককে। তবে সেই সময় তাদের হস্তান্তরের বিষয়টি এড়ানোর অনুমতি দেয় আদালত। এদিকে ২০২২ সালে নিউ জিল্যান্ডে মারা যান বাটাটো।
আরও খবর
যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রশ্নে হারলেন কিম ডটকম -